‘জেলের মধ্যে কাটমানি, দিদি দ্যাখো’! আত্মহত্যার হুমকি সাজাপ্রাপ্ত বন্দির

‘জেলের মধ্যে কাটমানি, দিদি দ্যাখো’! আত্মহত্যার হুমকি সাজাপ্রাপ্ত বন্দির

হাওড়া: জেল বন্দির অভিনব প্রতিবাদ৷ প্রতিবাদের জেরে প্রশ্নের মুখে হাওড়া জেল কর্তৃপক্ষ৷ এবার জেলের অন্দরেও উঠল ঘুষ ও কাটমানি কারবারের অভিযোগ৷ খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে জেলের ছাদে উঠে  আত্মহত্যার হুমকি বন্দির৷ ঘটনায় হইচই পড়ে গিয়েছে হাওড়া জেলে৷

হাওড়ার সংশোধনাগারের ছাদের মাথায় সাজাপ্রাপ্ত বন্দি৷ ছাদে উঠে আত্মহত্যার হুমকি বন্দির৷ প্রায় পাঁচ ঘণ্টা পর থেকে অভিযুক্ত বন্দিকে নামিয়ে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা জেল কর্তৃপক্ষের৷ জেলের মধ্যে চলছে ঘুষ আর কাটমানির কারবার৷ প্রতিবাদ জানিয়ে ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেয় বন্দি৷ বুকে পোস্টার সাঁটিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ওই বন্দি জানান, ‘জেলের মধ্যে কাটমানি, দিদি দ্যাখো’!

জানা গিয়েছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই সংশোধনাগারের ছাদের উপর চড়ে বসে সাজাপ্রাপ্ত বন্দি৷ ‌ছাদে উঠে রীতিমতো তাণ্ডব শুরু করে৷ পরে পুলিশকর্মীরা এসে তাকে নামানোর চেষ্টা করেন৷ কিন্তু ছাদের উপর থেকে ইট পাথর ছুড়তে থাকে অভিযুক্ত৷ একইসঙ্গে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য বেশ কয়েকবার চেষ্টা করে ওই সাজাপ্রাপ্ত বন্দি৷ প্রকাশ্যেই জেলের মধ্যে ঘুষ ও কাটমানির অভিযোগ তুলতে থাকে তিনি৷ পরে প্রায় পাঁচ ঘণ্টা পর অভিযুক্ত বন্দিকে নামিয়ে আনার চেষ্টা করা হয়৷

গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়িয়েছে জেল কর্তৃপক্ষ৷ প্রশ্ন উঠছে, কীভাবে একজন বন্দি সংশোধনাগারের ছাদের উপর উঠে গেল? তাহলে কি জেলের মধ্যে নিরাপত্তা বলে কিছুই নেই? তারপর কাটমানি ও ঘুষের অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ এমনিতেই জেলের মধ্যে আসামিদের রাজার হালে রাখার অভিযোগ ওঠে৷ পয়সার বিনিময়ে নেশা সামগ্রী থেকে শুরু করে ইন্টারনেট, ফোন ব্যবহারের কখন কখন সুযোগ করে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে৷ এবার ফের সেই অভিযোগ উস্কে দিলেন এই সাজাপ্রাপ্ত বন্দি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =