Aajbikel

জাতীয় সড়কে যত্রতত্র কাট-আউট নয়, সাফ জানাল হাই কোর্ট, উঠে এল বেহালার সৌরনীলের প্রসঙ্গও

 | 
হাইকোর্ট

কলকাতা: ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জাতীয় সড়কের যত্রতত্র কাট-আউট নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। গত শুক্রবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হয় সাত বছরের খুদে পড়ুয়া সৌরনীল সরকারের৷ তাকে পিষে দিয়ে যায় মাটি বোঝাই গাড়ি৷ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি পর্বে ওই ঘটনার উল্লেখ করে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ৷ তাঁরা বলেন, “আমাদের সকলকে আরও সচেতন হতে হবে।”

বেহালার দুর্ঘটনার প্রসঙ্গ টেনে আদালতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মূল অভিযোগ ছিল, ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ না হওয়ায় এই রাস্তায় দুর্ঘটনা বাড়ছে। এদিন এজলাসে রাস্তায় ব্যারিকেডেট বিষয়টিও উঠে আসে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, জাতীয় সড়কের এক -দু কিলোমিটার অন্তর ব্যারিকেড দেওয়া যাবে না। এটা জাতীয় সড়ক আইনের পরিপন্থী। এই ব্যাপারে রাজ্য ও কেন্দ্র আলোচনা করে অবিলম্বে তা বন্ধ করতে হবে। প্রয়োজনে রাস্তার নীচ দিয়ে আন্ডারপাস অথবা উপর দিয়ে ফ্লাই ওভার বানিয়ে লোকজন পারাপারের ব্যবস্থা করতে হবে।


এদিন প্রধান বিচারপতির বেঞ্চ আরও জানায়, রাস্তার দু’ধারে ছড়িয়ে থাকে অপরিকল্পিত-বেআইনি কাট-আউটের জন্যেও পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এই ধরনের সমস্ত কাট-আউট অবিলম্বে বন্ধ করার পাশাপাশি নতুন করে যাতে বেআইনি কাট-আউট তৈরি না হয় সেদিকেও স্থানীয় প্রশাসনকে নজর রাখতে হবে৷ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষও যাতে আরও বেশি করে আন্ডারপাস ব্যবহার করে তার জন্য তাদের উৎসাহিত করতে হবে৷ 
 

Around The Web

Trending News

You May like