Aajbikel

কারও স্কোর শূন্য, কেউ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ১০%-এরও কম! তাতেও চাকরি, পর্ষদের তালিকায় চাঞ্চল্য

 | 
স্কুল

কলকাতা: ন্যূনতম যোগ্যতা যাকে বলে সেটাও নেই! মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও পাশ নয় এমন কেউ চাকরি পেয়েছে প্রাথমিকে। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এল। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। তাতেই সামনে এসেছে এই বিষয়টি। এক কথায়, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েও প্রাথমিকে চাকরি হয়েছে। 

শিক্ষক নিয়োগে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ পেয়েছে আর তাতেই শোরগোল। নিয়োগে সবচেয়ে বেশি গরমিল হয়েছে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলায় বলে জানা গিয়েছে। খবর, স্কুলের দুই বড় পরীক্ষায় ১০ শতাংশের কম নম্বর পেয়েও মিলেছে শিক্ষকের চাকরি! শুধু তাই নয়, বহু প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রাপকের উচ্চমাধ্যমিকের স্কোর শূন্য। কেউ কেউ আছেন যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০ শতাংশের কম নম্বর পেয়েছেন। স্বাভাবিকভাবেই পুরো প্যানেল নিয়ে প্রশ্ন তুলছেন যোগ্য ও বঞ্চিত মামলাকারীরা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরই শোরগোল।

প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলা, ভাষা মাধ্যম, জাতি ও ক্যাটাগরিভিত্তিক কাট-অফ নম্বর প্রকাশ করেছে। মোট ২৫ পাতার তালিকায় মেধাতালিকাভুক্ত হওয়া শেষ প্রার্থীর প্রাপ্ত টেট, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রশিক্ষণ, ইন্টারভিউ, অ্যাপ্টিটিউড, এক্সট্রা কারিকুলামে প্রাপ্ত নম্বর ও মোট নম্বর দেওয়া হয়েছে। 

Around The Web

Trending News

You May like