অশোকনগর: লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল খোদ ব্যাংকের বিরুদ্ধে৷ চেক বই গ্রাহকের কাছে থাকলেও চেক দিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে অশোকনগরের ঈশ্বরীগাছা এলাকায়। গ্রামের সাধারণ মানুষ ঈশ্বরীগাছা এলাকার এলাহাবাদ ব্যাংকে টাকা সঞ্চয় করেছিলেন। বর্তমানে এলাহাবাদ ব্যাংকের ওই শাখার নাম পরিবর্তিত হয়ে ইন্ডিয়ান ব্যাংক হয়েছে। সেখান থেকেই কারও অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা, কারও অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা পর্যন্ত রাতারাতি গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ৷
প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের অভিযোগ, গত মাসে নিজেদের প্রয়োজনে যখন ব্যাংকে টাকা তুলতে যান তখন তাঁরা জানতে পারেন তাঁদের অ্যাকাউন্টে টাকা নেই৷ সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাংক ম্যানেজারের কাছে জানতে গেলে ম্যানেজার জানান, তাদের টাকা চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, চেকবুক তাঁদের কাছে রয়েছে তা সত্ত্বেও কি করে এত টাকা তুলে নিতে পারে কেউ?
পরে গ্রাহকরা এ নিয়ে অশোকনগর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ জানায় ব্যাংকের তরফে তাদের কাছে অভিযোগ জানানো হয়েছে৷ তাঁদের আর অভিযোগ করতে হবে না। কিন্তু প্রশ্ন উঠছে যে চেকবুক গ্রাহকের কাছে রয়েছে, তা সত্ত্বেও ভুয়ো চেক দিয়ে অপরিচিত কেউ টাকা তুললেন কি করে? তাহলে কি ব্যাংকেরই কেউ জড়িত রয়েছেন? এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্যাংকের ম্যানেজার৷ তিনি বলেন, ‘‘উর্তনতন কর্তৃপক্ষ ব্যাপারটি দেখছে৷ এবিষয়ে কোনও মন্তব্য করা যাবে না৷’’