জামিনের আবেদন করেননি, নিয়োগ মামলায় হেফাজত বাড়ল পার্থ-অর্পিতার

জামিনের আবেদন করেননি, নিয়োগ মামলায় হেফাজত বাড়ল পার্থ-অর্পিতার

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই কাঙ্ক্ষিত জামিন মেলেনি। তাই সম্প্রতি যে শুনানি হল তাতে জামিনের আবেদন করেননি তিনি। এই প্রেক্ষিতে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের দিন বৃদ্ধি করল আদালত। আগামী ১০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই রাখতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে শুধুমাত্র তাঁকে নিয়ে এই নির্দেশ দেওয়া হয়নি। 

শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সৌভিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষকে হাজির করানো হয়েছিল। পাশাপাশি ভার্চুয়ালি হাজির করানো হয় অয়ন শীল, শান্তনু মুখোপাধ্যায়কে। তাঁদের আরও দু’মাসের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। অভিযুক্তদের কারোর তরফ থেকে জামিনের আবেদন করা হয়নি এদিন। তাই নতুন করে এই ইস্যুতে আর সওয়াল-জবাবের বিষয় আদালতে ছিল না। তবে এদিন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য আদালতে হাজির হতে পারেননি। পরবর্তী শুনানিতে তাঁকে আদালতে উপস্থিত থাকতে হবে।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মঞ্জুর করে আদালত স্বস্তি দিয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে। আদালতের পর্যবেক্ষণ, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতির মামলায় শতরূপা ভট্টাচার্যের কাছ থেকে এমন কিছু পায়নি ইডি যে কারণে তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।তবে আদালত জানিয়েছে, জামিন পেয়ে গেলেও মানিক ভট্টাচার্যের স্ত্রী রাজ্যের বাইরে যেতে পারবেন না। পাসপোর্ট তাঁকে জমা রাখতে হবে। এদিকে নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =