করোনা কোপে আপাতত বন্ধ হাইকোর্ট, আলিপুর আদালত

করোনা কোপে আপাতত বন্ধ হাইকোর্ট, আলিপুর আদালত

কলকাতা: করোনা কোপে বন্ধ হয়ে গেল কলকাতা হাইকোর্ট ও আলিপুর জেলা আদালত৷ নোটিশ জারি করে আপাতত আদালতে কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

জানা গিয়েছে, আলিপুর জেলা আদালতে এক গাড়িচালকের মা করো না আক্রান্ত হয়েছেন৷ হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে চালককে৷ বিচারকের নির্দেশে আপাতত বন্ধ আলিপুর আদালত৷ অনির্দিষ্টকালের জন্য আপাতত আদালত বন্ধ করা হচ্ছে বলে নোটিস দেওয়া হয়েছে৷আলিপুর জেলা আদালতের সূত্র ধরে আপাতত বন্ধ হয়ে গেল কলকাতা হাইকোর্ট৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত নয় মামলার শুনানি৷ শুনানির ২৪ ঘণ্টা আগে জানানো হবে আইনজীবিদের৷

কলকাতা হাইকোর্টের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও জরুরি ভিত্তিতে আগামী চার দিন, ৪, ৭, ১২, ১৫ মে, নির্ধারিত যে বিশেষ বেঞ্চ বসার কথা ছিল, তা আপাতত  বসবে না৷ স্পষ্ট বলা হয়েছে, আলিপুর আদালতে যে গাড়ির চালকের  মা করোনা আক্রান্ত হয়েছেন, ওই চালকের সঙ্গে কলকাতা হাইকোর্টের যোগাযোগ আছে৷ তিনিও কলকাতা হাইকোর্টে আসছেন৷ আর সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা হাইকোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানিও আপাতত বন্ধ থাকবে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে আদালতের কাজ৷ যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি শুরু হবে, তার ৪৮ ঘণ্টা আগে সমস্ত আইনজীবীদের বার্তা পাঠানো হবে৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি পর্ব শুনানি আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =