প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের নয়া বিজ্ঞপ্তি! সুযোগ আসছে বহু প্রার্থীর সামনে

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের নয়া বিজ্ঞপ্তি! সুযোগ আসছে বহু প্রার্থীর সামনে

কলকাতা: এ বছর পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সিটেট উত্তীর্ণ প্রার্থীরা৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, সিটেটে উত্তীর্ণ প্রার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের পর এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

মঙ্গলবার পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সব সিটেট (সেন্ট্রাল টিচার্স এলিজিবিটি টেস্ট) উত্তীর্ণ প্রার্থীরা। অনলাইন রেজিস্ট্রেশনের পর আলাদাভাবে তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। তবে হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি কোনও সুবিধা পাবেন না সিটেট উত্তীর্ণ প্রার্থীরা৷ টেট উত্তীর্ণদের মতোই তাঁদের বিচার করা হবে। তাঁরা নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নির্ভর করবে পশ্চিমবঙ্গের প্রাথমিক টেটের ফলাফল ও বাকি নিয়োগ প্রক্রিয়ার উপর৷ 

সিটেট উত্তীর্ণ এক প্রার্থী হাইকোর্টে সওয়াল করেছিলেন, অধিকাংশ রাজ্যেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারেন সিটেট উত্তীর্ণরা। কিন্তু পশ্চিমবঙ্গে তেমনটা হয় না। এ রাজ্যেও সিটেট উত্তীর্ণ প্রার্থীরা যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেই আর্জিই জানান তিনি। আইনজীবী ফিরদৌস শামিম বলনে, সিটেট উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে তাঁদের সঙ্গে পক্ষপাত  করা হচ্ছে।

আদালতে এই সংক্রান্ত মামলায় সওয়াল-জবাবের পর গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পশ্চিমবঙ্গে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে আবেদন করার সুযোগ পাবেন সিটেট উত্তীর্ণ প্রার্থীরাও৷ এরপরই নয়া বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ৷