Aajbikel

জলসফর! দেড় ঘণ্টায় দিঘা, ৬ ঘণ্টায় পুরী! ডায়মন্ডহারবার থেকে চালু হচ্ছে ক্রুজ

 | 
ক্রুজ

 কলকাতা: অল্প ক’দিনের ছুটিতে স্বল্প খরচে বাঙালির ঘুরতে যাওয়া মানেই ‘দীপুদা’৷ অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং। ভ্রমণ পিপাসু বাঙালি সুযোগ পেলেই বাক্স প্যাটরা নিয়ে বেড়িয়ে পড়ে সাগর কিংবা পাহাড়ে৷ সারা বছরই অসংখ্য পর্যটক ভিড় জমান দিঘা-পুরী এবং দার্জিলিং-এ৷ রেলপথে কিংবা সড়কপথে পৌঁছে যাওয়া যায় সেখানে। তবে এবার দার্জিলিং বাদে বাকি দুই পছন্দের ডেস্টিনেশনে পর্যটকরা সহজেই পৌঁছে যেতে পারবেন জলপথে৷ হ্যাঁ, তেমনই উদ্যোগ নিয়েছে ডায়মন্ডহারবার পুরসভা। শীঘ্রই পিপিই মডেলে ক্রুজ পাড়ি দেবে দিঘা-পুরীর পথে৷ বাঁচবে সময়ও৷


হুগলি নদী ও উপকূল ধরে ক্রুজে করে দিঘা ও পুরীতে পৌঁছে যাবেন পর্যটকরা। ডায়মন্ডহারবার পুরসভা সূত্রে খবর, খুব শীঘ্রই  দুটি রুটে পরীক্ষামূলক ভাবে ক্রুজ চালানো হবে৷ সংশ্লিষ্ট পুরসভাই গোটা ব্যবস্থাপনার উপর দৃষ্টি রাখবে৷ আগ্রহী সংস্থার সঙ্গে ইতিমধ্যে একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে৷ 


ডায়মন্ডহারবার থেকে ক্রুজে চেযপে পুরী যেতে সময় লাগবে প্রায় ছয় ঘন্টা। তবে মাত্র ১ ঘণ্টা ২০ মিনিটেই জলপথে সফর সেরে পৌঁছে যাওয়া যাবে দিঘায়৷ পর্যটকরা জলপথে আগ্রহ দেখালে, যাত্রী সংখ্যা বাড়লে আগামী দিনে এই রুটে ক্রুজের সংখ্যা বাড়ানো হবে। তবে এই দুই রটেই ক্রুজের ভাড়া কত হবে, তা এখনও  নিশ্চিত নয়৷ বিষয়টি আলোচনার স্তরেই রয়েছে।

Around The Web

Trending News

You May like