অমিত শাহের সফরে নাড্ডার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ডিজিকে চিঠি CRPF এর

অমিত শাহের সফরে নাড্ডার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ডিজিকে চিঠি CRPF এর

 

নয়াদিল্লি: দিন কয়েক আগেই বঙ্গ সফরে এসেছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে যাওয়ার পথে আক্রান্ত হয় তাঁর কনভয়৷ ভাঙচুর করা হয় তাঁর কনভয়ের গাড়ি৷ আহত হন একাধিক বিজেপি নেতা৷ এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি৷ ওই দিনের ঘটনায় স্থানীয় পুলেশের খামতি তুলে ধরে রাজ্য পুলিশ প্রধানকে চিঠি পাঠাল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)৷ দাবি, নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না৷ এদিকে দু’দিনের সফরে আজ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে যাতে আগের ভুল না হয়, রাজ্য পুলিশের ডিজিকে লেখা চিঠিতে সে কথাও উল্লেখ করা হয়েছে৷  

আরও পড়ুন- নয়া পন্থায় বিদ্রোহ! দলের নেতাদের থেকে নেওয়া ঋণ শোধ করতে শুরু করলেন শীলভদ্র দত্ত

শুক্রবার রাত ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা অমিত শাহের৷ রাতে নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে থাকার কথা তাঁর৷ শনিবার থেকে শুরু হবে তাঁর কর্মসূচি৷ তিনি কলকাতায় পৌঁছনোর আগেই তাঁর সফরসূচি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরগুলিতে। রাজ্য পুলিশ যাতে তাঁর নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করে সিআরপিএফ-এর তরফে চিঠি লিখে সে কথা জানানো হয়েছে৷ জানা গিয়েছে সিআরপিএফ-এর চিঠিতে বলে হয়েছে, নাড্ডার উপর হামলার সময় পর্যাপ্ত পুলিশ সেখানে উপস্থিত ছিল না৷ ৯ এবং ১০ ডিসেম্বর ঠিক কী কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে৷ ৯ ডিসেম্বর কলকাতায় বিজেপি’র দফতরের সামনে কালো পতাকা দেখানো হয় জেপি নাড্ডাকে৷ তাঁর বিরুদ্ধে স্লোগানও ওঠে৷ পরের দিন, অর্থাৎ ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে ফের তাঁর কনভয়ে হামলা হয়৷ তাঁদের গাড়ি লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টি৷ একাধিক গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায়৷ আহত হন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা সহ একাধিক বিজেপি নেতা৷ 

আরও পড়ুন- ‘কোথাও যাস না, চলে আয়!’ বিদ্রোহী বিধায়ককে ‘মান’ ভাঙাতে তৎপর অনুব্রত-মলয়

উল্লেখ্য, অমিত শাহ, জেপি নাড্ডা, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মতো ভিভিআইপি’দের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ৷ এছাড়াও নক্সাল অধ্যুষিত এলাকা এবং জম্মু-কাশ্মীরে মোতায়েন রয়েছে সিআরপিএফ৷ এদিকে, আগামীকাল থেকে শুরু হচ্ছে অমিক শাহের বঙ্গ সফর৷ রয়েছে একগুচ্ছ কর্মসূচি৷ রবিবার তিনি যাবেন বীরভূমে৷ সেখানে এক পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজের কথা তাঁর। ২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =