মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গেঁওখালির রুপনারায়ন নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি ক্রোকো ডাইল ফিস। মাছটি ওজন প্রায় ৩ কেজি। মাছটিকে দেখতে এদিন সকাল থেকে এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো৷
স্থানীয় সূত্রের খবর: বুধবার সকালে মহিষাদলের গেঁওখালির তেতুলবেড়িয়া গ্রামের নিতু মণ্ডল রুপনারায়ন নদীতে জাল নিয়ে মাছ ধরছিল। সেই সময় জালে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটিকে বাড়িতে নিয়ে যায়। এই ধরণের মাছ জালে পড়ার খবর পেয়ে মৎস্যজীবীর বাড়িতে স্থানীয় মানুষজন ভিড় জমায় মাছটিকে দেখতে। রাজ্য বিজ্ঞানমঞ্চ মেদিনীপুর শাখার প্রতিনিধিদের হাতে মাছটিকে তুলে দেওয়া হয়। মৎস্যজীবি নিতু মণ্ডল বলেন, “দীর্ঘদিন সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু এই মাছ আগে কোনওদিন জালে উঠেনি। সরকারি আধিকারিকদের হাতে মাছটি তুলে দেওয়া হয়েছে৷’’ রাজ্য বিজ্ঞানমঞ্চের মেদিনীপুর শাখার এক প্রতিনিধি বলেন, “মাছটি সুস্থ হওয়ার পর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে৷”