মেট্রো লাইনে ফাটল, ব্যাহত পরিষেবা

কলকাতা: মেট্রো রেলে ফাটল, ব্যাহত পরিষেবা৷ আজ, শুক্রবার ৫টা ১০ নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনের ঢোকার মুখে লাইনে ফাটল লক্ষ করা করা যায়৷ পরে, জরুরি ব্রেক কষে মেট্রো থামিয়ে দেন চালক৷ পরে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ৷ লাইনে ফাটল দেখা দেওয়ায়, পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো চলাচল৷ সেন্ট্রাল ও এসপ্ল্যানেড থেকে মেট্রো চালিয়ে

মেট্রো লাইনে ফাটল, ব্যাহত পরিষেবা

কলকাতা: মেট্রো রেলে ফাটল, ব্যাহত পরিষেবা৷ আজ, শুক্রবার ৫টা ১০ নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনের ঢোকার মুখে লাইনে ফাটল লক্ষ করা করা যায়৷ পরে, জরুরি ব্রেক কষে মেট্রো থামিয়ে দেন চালক৷ পরে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ৷ লাইনে ফাটল দেখা দেওয়ায়, পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো চলাচল৷ সেন্ট্রাল ও এসপ্ল্যানেড থেকে মেট্রো চালিয়ে অফিস ফেরত যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা হয়৷ প্রায় ঘণ্টাখানিক পর মেট্রো চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি৷ নির্ধারিত সময়ের বাইরে চলছে মেট্রো৷ ফলে, প্রতিটি স্টেশনেই বাড়ছে যাত্রীদের ভিড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =