কলকাতা: নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানান হল নির্বাচন কমিশনে। এদিন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে সিপিএম নেতা রবিন দেব এই আবেদন জানান। এদিন সিপিএম নেতা রবিন দেব সংবাদ মাধ্যমে অভিযোগ জানান, ইতিমধ্যেই নন্দীগ্রামের অপর দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই তুলনায় সিপিএম প্রার্থী নিরাপত্তা ঢিলেঢালা। তাই তাদের প্রার্থীর নিরাপত্তা বাড়ানো হোক। কমিশন সূত্রে খবর, বাড়ানো হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা। একজন রাজ্য সশস্ত্র পুলিশ থেকে বাড়িয়ে চার জন (রাজ্য সশস্ত্র পুলিশ) করা হয়েছে।
আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় কেন্দ্র নন্দীগ্রামে ভোট পর্ব শুরু হবে। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সেই দিন থেকে এই বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা তুঙ্গে। পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হয়েছেন এবং সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিকে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে দাবি করছে নন্দীগ্রামে বহিরাগত গুন্ডাদের ঢুকিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তারা জায়গায় জায়গায় টাকা বিলি করছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন এবং সেই জন্য ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা।
আগামী কাল চার জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটারের সংখ্যা ৭৬ লক্ষ ৭৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ৩৮ লক্ষ ৯৩৬৫৫ ও ৩৭ লক্ষ ১৩৯২৬। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৬। ওভারসিস ভোটারের সংখ্যা ১৩। ৮০ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১১৬। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৫৪৭৬৫। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৬৭৯২। বুথের সংখ্যা ১০ হাজার ৬২০ টি। প্রাইমারি বুথের সংখ্যা ৮৩৩৩। আক্সিলারি বুথের সংখ্যা ২২৮৭।