দলের সদস্যদের জন্য পেনশন শুরু করতে চলেছে সিপিএম! বাংলায় কবে

দলের সদস্যদের জন্য পেনশন শুরু করতে চলেছে সিপিএম! বাংলায় কবে

কলকাতা: সিপিএম দলের সর্বক্ষণের কর্মীরা নিয়মিত দলের তরফে ভাতা পান। কিন্তু এবার অবসরের পরে সদস্যদের আর্থিক সাহায্য বা পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিল লাল বাহিনী। ইতিমধ্যে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে সব রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে এই বিষয়ে। খুব তাড়াতাড়ি বাংলাতেও এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে শোনা যাচ্ছে।

সিপিএম কেন্দ্রীয় কমিটি অবসরের পরে দলের সদস্যদের পেনশন দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে। সেই প্রেক্ষিতে সব রাজ্যগুলির শীর্ষ নেতৃত্ব দেন পরামর্শ দেওয়া হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই কেরল দলীয় সদস্যদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলি আপাতত আলোচনা চালাচ্ছে এই বিষয়ে কিন্তু মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে পেনশনের ব্যাপারে। তবে ভাতার পরিমাণ কীভাবে ধার্য করা হবে সেই ব্যাপারও স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সব রাজ্যের পরিস্থিতি যেহেতু এক নয় তাই রাজ্য ভিত্তিক দলের আয়োজন হবে তার ভিত্তি করেই হবে পেনশন। এক্ষেত্রে যে সমস্ত দলের সদস্যরা নিয়ম মেনে ৭৫ বছরের সীমা অতিক্রম করার পর দল থেকে অব্যাহতি নেবেন তারা পেনশন পাবেন। তবে শুধু পেনশন নয়, সেই সব সদস্যদের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবস্থা করবে দল। 

সর্ব প্রথম কেরল এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে ইতিমধ্যে তারা প্রতিটি জেলা কমিটিকে একটি তহবিল গঠন করার নির্দেশ দিয়েছে। অনুমান করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই রাজ্যে মোটামুটি সিপিএম দলের এই উদ্যোগ ভালোই গতি পাবে। উল্লেখ্য, অন্যান্য রাজ্যের তুলনায়ও অবশ্যই আলিমুদ্দিনের দিকে বেশি নজর থাকবে সকলের তা বলাই বাহুল্য। কারণ বাংলায় আপাতত সবথেকে করুণ অবস্থায় রয়েছে সিপিএম। বিধানসভা নির্বাচনে তারা একটিও আসন পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *