‘কলকাতা’র লিয়েন্ডার পেজ মমতার হাত ধরে গোয়ার তৃণমূলে! ‘রাজনীতি না ফাটকাবাজি’?

‘কলকাতা’র লিয়েন্ডার পেজ মমতার হাত ধরে গোয়ার তৃণমূলে! ‘রাজনীতি না ফাটকাবাজি’?

কলকাতা: তৃণমূল নেত্রীর গোয়া সফর নিয়ে আগেই তীব্র আক্রমণ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর এবং সেখানে দলে যোগদান নিয়ে তীব্র ব্যাঙ্গ প্রকাশ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেছিলেন, ‘‘তৃণমূল নাটকের দল৷ আর উনি গোয়ায় বেড়াতে গিয়েছেন। প্রাকৃতিক পরিবেশ ভাল৷ সমুদ্র আছে৷’’ সে সব ছাপিয়ে জুম্মাবারের সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর গোয়া সফর নিয়ে আস্ত একখানাকরে ফেলেছেন সিপিএম নেতা সুজন৷

টুইটে সুজন লিখেছেন, ‘কলকাতার লিয়েন্ডার পেজ মমতার হাত ধরে গোয়ার তৃণমূলে! বাইচুং ভুটিয়া কিংবা মিঠুন চক্রবর্তীর মতো অনেকেই, অনুপ্রেরণায় ভাসতে ভাসতে মমতার সুবিধার্থে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ কোন চড়ায় আটকে এখন তাঁরা? মাঝে মাঝেই মনে করিয়ে দিতে হয় যে!’

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাননীয়া’ সম্বোধন করে জানতে চেয়েছেন, ‘রাজনীতি না ফাটকাবাজি-মাননীয়া?’ ইতিমধ্যেই সিপিএম নেতা সুজনের এহেন টুইটকে ঘিরে সমালোচনা এবং প্রশংসার ঝড় বইছে সোশ্যাল সাইটে৷

শুক্রবারে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ তৃণমূলে নাম লিখিয়েছেন অভিনেত্রী নাফিসা আলিও৷ সেই দৃশ্যকে সামনে রেখেই তৃণমূল নেত্রী সহ দলের বহু নেতায় আগামীদিনে গোয়া দখলের স্বপ্ন দেখছেন৷ তারপরই সিপিএম নেতার এহেন টুইট৷ যাকে কেন্দ্র করে কেউ সুজনের পোস্টকে সমর্থন করেছেন৷ লিখেছেন, ‘মমতা ফাটকাবাজীর রাজনীতিতে বিশ্বাসী!’ কেউ বা সুজনকে পাল্টা আক্রমণ করে পরামর্শ দিয়েছেন, ‘‘যেদিন বিধানসভায় খাতা খুলবেন সেদিন না হয় প্রশ্ন করবেন বিধানসভায় দাঁড়িয়ে৷’’ আবার অনেকেই বলেছেন, ‘এটাই রাজনীতির বাস্তবতা’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 7 =