BREAKING:  প্রয়াত শ্যামল চক্রবর্তী, শ্রমিক নেতাকে হারাল বামফ্রন্ট

BREAKING:  প্রয়াত শ্যামল চক্রবর্তী, শ্রমিক নেতাকে হারাল বামফ্রন্ট

 

কলকাতা: বাম রাজনীতির একটি অধ্যায়ের অবসান। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএমের প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তী৷  পয়লা আগস্ট থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন৷ গত কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ আজ দুপুরে পিয়ারলেস হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তী৷  বয়স হয়েছিল ৭৮ বছর৷

প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী৷ তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না৷ একটি বেসরকারি হাসপাতালের আইটিইউয়ে তাঁকে ভর্তি করা হয়৷ শ্যামলবাবুর শ্বাসকষ্টের সমস্যা থাকায় সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল৷ ছিল নিউমোনিয়া৷ করোনা আক্রান্ত ছিলেন তিনি৷

জানা গিয়েছে, গত কয়েকদিন কয়েক আগে জ্বর ও বুকে ‘কনজেশন’ নিয়ে শ্যামলবাবু ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে৷ গত ৩০ জুলাই কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তাঁর৷ ৩১ তারিখ ভর্তি হন হাসপাতালে৷ কিডনির সমস্যার কারণে তাঁর ডায়ালিসিস চলছিল৷ আজ সকালের পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ কিন্তু, সব চেষ্টা ব্যর্থ করে আজ দুপুরে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী৷ বাবাকে হারিয়ে স্তব্ধ মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী৷ বড় ক্ষতি হয়ে গেল, প্রতিক্রিয়া বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর৷

বাংলার রাজনীতিতে শ্যামল চক্রবর্তী উত্থান ছাত্র-যুব সংগঠন থেকে৷ পরে যান শ্রমিক সংগঠনে৷ দীর্ঘদিন ধরে দক্ষ হাতে বাম শ্রমিক সংগঠন সিটু’র সভাপতি পদে দায়িত্ব সামলেছেন শ্যামল চক্রবর্তী৷ শ্রমিক সংগঠনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি বাম আমলে পরিবহন মন্ত্রীর পদেও নিজের দক্ষতা দেখিয়েছেন৷ একইসঙ্গে রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি৷ সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তাঁকে৷ সাহিত্য চর্চায় ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবস্থান৷ কিন্তু আচমকা করোনা সংক্রমণ ও বার্ধক্য জনিত কারণে গোটা পরিস্থিতি বদলে দিল৷

বয়স জনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ নিউমোনিয়া হওয়ার কারণে আর তিনি সুস্থ হয়ে ফিরতে পারেননি বলে দাবি পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষের৷ বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোক বার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷ বামফ্রন্টের তরফে শোক বার্তা প্রকাশ করা হয়েছে৷ শ্যামল চক্রবর্তীর মতো নেতাকে হারিয়ে শ্রমিক সংগঠনের রাস এবার ধরবে কে? শূন্যতা সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিটের সদর কার্যালয়ে৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেহ নিয়ে কোনও বাড়তি কর্মসূচি হবে না বলে বামফ্রন্ট সূত্রে খবর৷ পরিবারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে শেষকৃত্যের কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =