কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনে একেবারে ধরাশায়ী হয়েছে বামফ্রন্ট। পরাজয় একদিকে, একটিমাত্র আসনও দখল করতে পারেনি তারা। উল্টে প্রথম থেকেই তাদের জোট সংক্রান্ত বিষয়ে বিতর্ক ছিল। এবার এই সব নিয়েই আলোচনায় বসল সিপিএম। আজ থেকে শুরু হল তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক। এই বৈঠকের যাবতীয় বিষয়ে আলোচনা হবে।
জানা গিয়েছে সিপিএমের এই বৈঠক চলবে আগামী তিন দিন এবং বিভিন্ন রাজ্যের নেতারা এই বৈঠকে যোগ দেবেন। কেউ কেউ বাড়ি থেকে এই বৈঠকে শামিল হয়েছেন আবার কেউ দলের সদর দফতর থেকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের চরম সমালোচনার মুখে পড়বে সিপিএম বঙ্গ ব্রিগেড। ফলাফল ছাড়াও, বাংলায় জোট নিয়ে যে জট প্রথম থেকে ছিল, পানীয় রাজ্য কমিটির তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে। কারণ প্রথম থেকেই কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে সিপিএমের জোটকে দলের অন্দরেই অনেকে ভালোভাবে নেয়নি। এর পাশাপাশি, আগামী অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে কতকগুলি সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেই নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- চাকরির সুযোগ দিচ্ছে এসসিবি
একইসঙ্গে জানা গিয়েছে যে দলের মধ্যে তরুণদের বিশেষ জায়গা করে দেওয়া নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। কারণ সিপিএম দলে তরুণদের প্রাধান্য দেওয়ার কথা বিগত কিছু সময় ধরেই ভাবা হচ্ছে দলীয় নেতৃত্বের তরফে। এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকাতেও দেখা গিয়েছে যে অন্যান্য বারের তুলনায় সিপিএমে তরুণ প্রজন্মের প্রার্থী অনেক বেশি। বর্তমানে পশ্চিমবঙ্গের দলের যুবদের সংখ্যা রয়েছে ৫ শতাংশ, পরবর্তী ক্ষেত্রে সেটাকে ২০ শতাংশ করার পরিকল্পনাও রয়েছে বলে খবর।