‘চাকরি দিলেও মামলা করে সিপিএম-বিজেপি’, বাঁকুড়ার মঞ্চ থেকে নিশানা মমতার

‘চাকরি দিলেও মামলা করে সিপিএম-বিজেপি’, বাঁকুড়ার মঞ্চ থেকে নিশানা মমতার

645343d6624ff1acbb4489023c9737be

বাঁকুড়া: বাঁকুড়ার খাতরায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের বিজেপি ও সিপিএমকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন নিজের কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরছিলেন মুখ্যমন্ত্রী৷ সেইসময় মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি মুখ্যমন্ত্রীকে কিছু একটা বলেন৷ এরপরেই সিপিএম ও বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “মানুষকে চাকরি দিলেও মামলা করে সিপিএম- বিজেপি৷ সব কথাতেই মামলা  করে ওরা৷ পুজো কেন হবে? মামলা করছে, ইদ কেন হবে মামলা করছে, ছটপুজো কেন হবে মামলা করছে৷ সারাক্ষণ মামলা আর হামলা৷ আর কোনও কাজ নেই৷”

এদিন রাজ্যের পুরোহিত পরিকল্পনা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, পুরোহিতদের ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনও বয়সের মাপকাঠি রাখা হচ্ছে না৷ যারা পুরোহিত রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করবেন৷ পুরোহিতদের জন্য ১০০০ টাকার ভাতা করা হয়েছে৷ তবে আমি আগামী দিনে চেষ্টা করব যাতে ওটা ২০০০ টাকা করা যায়৷ মমতা আরও বলেন, বিষ্ণুপুরে ঘরানা নিয়ে একটি আর্কাইভ তৈরি করছে রাজ্য সরকার৷ এছাড়া রাজ্যের সব সম্প্রদায়ের ধর্মস্থান নিয়ে মিলনতীর্থ তৈরি করা হবে৷

এদিনের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, এই রাজ্যে চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বয়সসীমা বাড়িয়েছে৷ করোনার সময় ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে কিন্তু বাংলায় গর্ব করে বলতে পারি আমরা ৪০ শতাংশ বেকরত্ব কমিয়ে দিয়েছি৷ ১ জনেরও চাকরি খাইনি৷ মুখ্যমন্ত্রী বলেন, মহামারীর এই শোচনীয় অবস্থাতেও কোনও সরকারী কর্মচারীর বেতন বন্ধ করেনি রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *