কলকাতা: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার মনোনয়ন জমা দেওয়ার পর্বও শুরু হয়েছে। আর প্রথম দিনেই কংগ্রেসের সঙ্গে জোট জল্পনার অবসান ঘটাল বামফ্রন্ট। পশ্চিম বর্ধমানে এককভাবে জেলা পরিষদের প্রার্থী ঘোষণা করেছে তারা। যদিও জোটের সম্ভাবনা যে একদম শেষ তাও নয়। এই নিয়ে বড় ইঙ্গিত দিয়েছে লাল বাহিনী। তবে আপাতত ওই জেলায় ১৮টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
বামফ্রন্টের তরফে জানান হয়েছে, কংগ্রেস যদি জোট চায় তাহলে পরামর্শ করে রফা মেনে জোট সম্ভব। সেক্ষেত্রে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার করতে পারে তারা। তবে এই নিয়ে কংগ্রেসের তরফে কোনও সবুজ সঙ্কেত এখনও মেলেনি। উলটে তারা কার্যত খোঁচা দিয়েছে বাম শিবিরকে। কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়েছে, জোট চাইলে তা আগেই বলা যেত। এভাবে প্রার্থী ঘোষণার পর জোটের প্রস্তাব দেওয়ার কোনও মানে নেই। ‘হাত’ স্পষ্টভাবেই জোট ভাঙার দায় বামেদের ঘাড়ে ফেলে ঘোষণা করেছে তারাও একক ভাবেই লড়াই করবে।
২০২১ বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করেও কোনও আসন দখল করতে পারেনি বাম-কংগ্রেস। তবে বিধানসভায় শূন্য হওয়ার পর উপনির্বাচনে সাগরদিঘি তাদের হালকা অক্সিজেন দিয়েছিল। কিন্তু জোট প্রার্থী বাইরন বিশ্বাস জেতার ৩ মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে বড় আঘাত পেয়েছে কংগ্রেস এবং সিপিএম কর্মী-সমর্থক এবং নেতারা। অবশ্য তার আগে থেকেই এই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।