হাওড়ায় বুথ দখলের চেষ্টায় মার সিপিএম এজেন্টকে, হুগলিতে চলল গুলি

হাওড়ায় বুথ দখলের চেষ্টায় মার সিপিএম এজেন্টকে, হুগলিতে চলল গুলি

কলকাতা: ভোটের সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। খুন, মারধর, গুলি চলার মতো ঘটনা ইতিমধ্যেই একাধিক জায়গায় ঘটে গিয়েছে। হাওয়া এবং হুগলি জেলাও অশান্তির আঁচ থেকে বাদ যায়নি। ভোট শুরু হওয়ার পর থেকেই বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হাওড়াতে। অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আবার হুগলিতে গুলি চলার ঘটনা ঘটেছে। 

জানা গিয়েছে, হাওড়ার পাঁচলার চড়া পাঁচলা পঞ্চায়েতের ১৯৩ ‌থেকে ১৯৫ বুথ দখলের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানে বাম এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে, হুগলির তারকেশ্বরে নির্দল প্রার্থীর মেয়েকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। তাতেও অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। এদিকে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে। দাবি, তাদের অভিযোগ করলে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 

মুর্শিদাবাদ, কোচবিহার থেকে একের পর এক খুনের খবর আসছে ইতিমধ্যেই। উত্তর ২৪ পরগনার বারাসাত এক ব্লকের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে। এক মহিলা প্রার্থীকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *