সিপিএমের পতাকা হাতে তৃণমূলের মঞ্চে দুই বাম নেতা! মুহূর্তে ঘুরল ‘খেলা’

কলকাতা: হাতে ধরা লাল ঝান্ডা৷ তা নিয়েই সোজা তৃণমূলের সভ মঞ্চে  উঠে পড়লেন পঞ্চায়েতের দুই বাম সদস্য৷ যা দেখে অনেকেই হতবাক৷ কিন্তু, টুইস্ট ছিল তখনও…

tmc cpim

কলকাতা: হাতে ধরা লাল ঝান্ডা৷ তা নিয়েই সোজা তৃণমূলের সভ মঞ্চে  উঠে পড়লেন পঞ্চায়েতের দুই বাম সদস্য৷ যা দেখে অনেকেই হতবাক৷ কিন্তু, টুইস্ট ছিল তখনও বাকি৷ ধীরে ধীরে কাঁধ থেকে লাল ঝান্ডা নামিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন দু’জনে। রবিবার সন্ধেয় এমনই অভিনব কায়দায় তৃণমূলে যোগদান করলেন দুই বাম নেতা-নেত্রী৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর এলাকার। তাঁদের হাতে জোড়াফুলের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার।

পূর্ব বর্ধমানের অমরপুর গ্রাম পঞ্চায়েতে ১৯টি আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছিল ১৩টি আসন। সিপিএম পায় পাঁচটি আসন এবং বিজেপির ঝুলিতে যায় একটি৷ বিষ্ণুপুর এলাকা থেকে সিপিএমের দু’জন পঞ্চায়েত সদস্য মাসকুরা খাতুন ও শেখ আজহারউদ্দিন তৃণমূলে যোগ দেওয়ায় এলাকায় তৃণমূলের শক্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *