‘হেভিওয়েট’ নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা বামেদের! চমক এবার তারুণ্যেই

‘হেভিওয়েট’ নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা বামেদের! চমক এবার তারুণ্যেই

কলকাতা: দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল সংযুক্ত মোর্চা৷ প্রথম দফায় নন্দীগ্রামের আসন ফাঁকা রেখেই তালিকা ঘোষণা করেছিল বামেরা৷ সেই সময় বিমান বসু বলেছিলেন, নন্দীগ্রাম এখন হেভিওয়েট কেন্দ্র৷ তাই এই কেন্দ্রে প্রার্থী নিয়ে ভাবনা চিন্তা চলছে৷ আজ নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল সংযুক্ত মোর্চা৷ নন্দীগ্রাম থেকে লড়াই করবেন সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ এই আসনি বামেদের ছেড়ে দেয় আইএসএফ৷ দীর্ঘ টানাপোড়েনের পর এই সিদ্ধান্তে উপনীত হয় তারা৷ 

প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বিজেপি’র হয়ে লড়বেন হেভিওয়েট শুভেন্দু অধিকারী৷ ফলে এই কেন্দ্রে হবে কড়া টক্কর৷ রাজনীতির এই দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে বামেদের অস্ত্র তারুণ্য৷ এই কেন্দ্রে প্রার্থী করা হল যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে৷ ১৯৫২ সাল থেকে নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী দিয়ে আসছে বাম শরিক সিপিআই৷ এক সময় এই নন্দীগ্রাম পরিচিত ছিল সিপিআই গড় হিসাবে৷ ২০০৯ সালের উপনির্বাচনের আদে পর্যন্ত এই কেন্দ্রে দাগ কাটতে পারেনি তৃণণূল৷ এর পর তৃণমূলের জোয়ারে তলানিতে এসে ঠেকে বাম শিবির৷ আক একুশে নন্দীগ্রামে হবে হাড্ডাহাড্ড লড়াই৷ সারা রাজ্যে নজর থাকবে এই কেন্দ্রের উপরেই৷ নন্দীগ্রাম থেকে মমতাকে হারানোর চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী৷ 

জানা গিয়েছে প্রাথমিক ভাবে এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছিল বামেরা৷ সেক্ষেত্রে উঠে এসেছিল ভূমিপুত্র মহাদেব ভুঁইয়া, ডিওয়াইএফআই জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক এবং সিপিএমের যুব নেতা প্রীতম কয়ালের নাম৷ এই কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামকে প্রার্থী করার কথাও ভাবা হয়েছিল৷ কিন্তু তিনি সেই আবেদন খারিজ করে দেন৷ অবশেষ এই কেন্দ্রে বেছে নেওয়া হয় ডিওয়াইএফআই-এর যুব নেত্রী মীনাক্ষীকেই৷ সিপিএম-এর লড়াকু নেত্রী হিসাবেই পরিচিত তিনি৷ বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষাতেই সমান সাবলীল৷ সম্প্রতি বামদের নবান্ন অভিযানেও তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়৷ ব্রিগেড সমাবেশেও ঘোষক হিসাবে একাধিকবার তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nine =