কলকাতা: অন্তর্জালের দুনিয়ায় বেড়ে ক্রমশ চলেছে সাইবার ক্রাইম৷ যে কেউ জড়িয়ে পড়তে পারে এই ফাঁদে৷ দিনের পর দিন ভুয়ো অ্যাকাউন্ট খুলে চলছে প্রতারণা৷ কিন্তু তা বলে খোদ পুলিশ কর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণাক ছক! কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় খোলা হল ভুয়ো অ্যাকাউন্ট৷ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তভার হাতে নিল লালবাজার গোয়েন্দা পুলিশ৷
আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্দাম নাম BJP বিধায়কের, অস্বস্তিতে গেরুয়া শিবির
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি বিভিন্ন ধরনের স্যোশাল মিডিয়ায় পুলিশ কমিশনারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলেন। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ আসতেই শুরু হয় তদন্ত৷ তদন্তে নেমে পুলিশ দেখে বিনা অনুমতিতে প্রতিটি সোশ্যাল মিডিয়ার প্রতিটি অ্যাকাউন্টে নগরপালের নাম ও ছবি ব্যবহার করেছেন ওই ব্যক্তি৷ হেয়ার স্ট্রিট থানার পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারাও। জানা গিয়েছে, সৌমেন মিত্রর পরিচয়ে ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি চলানো হচ্ছে৷ আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে ওই প্রতারকের নাগাল পেতে চাইছেন গোয়ান্দা অফিসাররা। শীঘ্রই অভিযুক্তের খোঁজ পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷ খোঁজ পেলেই তাকে গ্রেফতার করবে পুলিশ৷