বাংলায় মাত্র ৩.৩% করোনার দুটি টিকা পেয়েছেন!

বাংলায় মাত্র ৩.৩% করোনার দুটি টিকা পেয়েছেন!

কলকাতা: চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে গোটা দেশ ব্যাপি করোনা ভাইরাস টিকাকরণ। এখন ১ মে থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হওয়ার কথা যা দেশের বিভিন্ন রাজ্য শুরু করা যায়নি ভ্যাকসিনের অভাবের জন্য। এদিকে ক-উইন অ্যাপ যে তথ্য দিচ্ছে তা দেখেও চক্ষুচড়কগাছ হচ্ছে সকলের। জানান হয়েছে, বাংলার মাত্র ৩.৩ শতাংশ মানুষ এখনও পর্যন্ত করোনার দুটি টিকা পেয়েছেন। ইতিমধ্যেই এই খবর উদ্বেগ বাড়িয়েছে রাজ্যবাসীর। 

তথ্য বলছে, রাজ্যের মোট জনসংখ্যা প্রায় ১০ কোটি, কিন্তু এখনও অবধি বাংলার মোট জনসংখ্যার মাত্র ৩.৩ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। শুধুমাত্র একটি টিকা নিয়েছেন এমন মানুষ রয়েছেন মোট জনসংখ্যার প্রায় ৮.৮ শতাংশ। কো-উইন অ্যাপ বলছে, বাংলায় ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হওয়ার পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বাংলায় মোট ১ কোটি ২১ লক্ষ ৯ হাজার ৯৯২ জন টিকা পেয়েছেন। হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত বাংলার ৮৮ লক্ষ ৪৫ হাজার ১৫৪ জন শুধুমাত্র একটি টিকা পেয়েছেন, এদিকে, ৩২ লক্ষ ৬৪ হাজার ৮৩৮ মানুষ দুটি টিকা পেয়েছেন। বয়সের নিরিখে টিকাকরণের হিসেব বলছে, ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫৫০ জন ষাটোর্ধ্ব নাগরিককে টিকা দেওয়া হয়েছে। ৪৫ থেকে ৬০ বয়সিদের মধ্যে বয়স এমন ৩৯ লক্ষ ৮২ হাজার ৮৮৭ মানুষকে টিকা দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪৫ বছর বয়সি টিকা পেয়েছেন এমন সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৭৪২। ১৮ থেকে ৩০ বছর বয়সি ২ লক্ষ ৮১ হাজার ১২০ জনকে টিকা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৯,৪৪৫ জন। তাঁদের মধ্যে ৩,৯৭১ জনই উত্তর ২৪ পরগনার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৪৮ জন। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৪ জনের যা আপাতত সর্বোচ্চ। ১৩৪ জনের মধ্যে ৪২ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *