টিকাকরণের গতির আশা! রাজ্যে আসছে ২ লক্ষের বেশি কোভিশিল্ড

টিকাকরণের গতির আশা! রাজ্যে আসছে ২ লক্ষের বেশি কোভিশিল্ড

কলকাতা: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দেশজুড়ে টিকাকরণের সমস্যা দেখা দিয়েছে। একাধিক রাজ্যেই টিকার আকাল রয়েছে বলে আওয়াজ তোলা হয়েছে। এই ইস্যুতে আবার তুলেছে পশ্চিমবঙ্গ সরকারও। তবে এবার মনে করা হচ্ছে সমস্যা সমাধান হতে চলেছে কারণ আগামীকালের মধ্যেই রাজ্যে চলে আসছে ২ লক্ষের বেশি ভ্যাকসিন।

জানা গিয়েছে, বুধবার সকালের মধ্যেই রাজ্যে চলে আসবে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি কোভিশিল্ড ভ্যাকসিন। সরাসরি ফোনের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকা কিনছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে এই টিকা আসার ফলে রাজ্যে টিকাকরণের গতি আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে। বর্তমানে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি সংকটজনক। বিগত কয়েক দিনে সংক্রমনের সংখ্যা কিঞ্চিৎ কমলেও মৃত্যুর হার উদ্বেগজনক। যদিও সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশার আলো দেখছে রাজ্যবাসী। সব মিলিয়ে নতুন করে ভ্যাকসিন আসার খবর স্বাভাবিকভাবে আরো স্বস্তি বাড়িয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যের বিভিন্ন জেলায় ভ্যাকসিন না পাওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ। অনেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও দ্বিতীয় ডোজ পাননি। সেই ইস্যুতেও বিক্ষোভ প্রদর্শিত হয়। তবে এখন সেই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বেধে গেছে বলে স্বীকার করে নিয়েছে ‘দা ন্যাশনাল কমিটি অন সিরিয়াস এডভার্স ইভেন্ট ফলোইং ইমুনাইজেশন’ বা এইএফআই। তারা জানাচ্ছে, ভারতের প্রতি ১০ কোটি টিকার মধ্যে মাত্র ৬১ জনের শরীরে রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে। যদিও বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে এই সংখ্যা অনেক কম বলে জানানো হয়েছে। তবে এই ঘটনা শুধুমাত্র কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পরেই হয়েছে, কোভ্যাক্সিন ভ্যাকসিন নেওয়ার পর হয়নি বলে জানিয়েছে তারা। এই জাতীয় কমিটি আরও জানাচ্ছে, মূলত ব্রিটেন এবং পশ্চিমী দেশ গুলিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো ঘটনা বেশি পরিমাণে দেখা গিয়েছে। দক্ষিণ এশীয় দেশ গুলির বাসিন্দাদের মধ্যে এই প্রবণতা কম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =