কলকাতা: করোনা আক্রান্তের মোট সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতির সঙ্গে রাজ্যসরকারের বিবৃতির বিরোধ শুরু হল৷ এক দিকে, কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যে মোট ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ অন্য দিকে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ দুটি তথ্যে কোনটা ঠিক সেই নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় দেখা দিয়েছে৷
অন্য দিকে, নাইসেডের তরফে অভিযোগ করা হয়েছে, বাংলায় জনঘনত্ব অনুসারে সঠিক পরিমাণে নমুনা পরীক্ষা করা হচ্ছে না৷ একদিকে, স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি তার মধ্যে নাইসেডের অভিযোগে রাজ্য সরকার করোনা পরিস্থিতি নিয়ে যে চাপে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ তবে রাজ্য ও কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, করোনায় বাংলায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে৷
সোমবার সংবাদমাধ্যমে নাইসেডের প্রধান অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব অনুযায়ী করোনা পরীক্ষা করা হচ্ছে না৷ তিনি জানান, কিট রয়েছে উপযুক্ত৷ শুধু তাই বাংলায় পরিকাঠামো যথেষ্ট ভালো রয়েছে৷ তারপরেও পরীক্ষা করা হচ্ছে না৷ এরপরেই নাইসেডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা৷ বৈঠক শেষে আরও বেশি করে করোনার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
ক্রমেই ভারতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে৷ ভারতে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ তিন শতাধিক মানুষের করোনায় মৃত্যু হয়েছে৷ ভারতে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি৷ এরপর দিল্লি ও তামিলনাড়ু রয়েছে৷ ভারতে করোনা আক্রান্তের ফলে দেশ জুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে৷