কলকাতা: আচমকা টালিগঞ্জ থানায় হাজির করোনা আক্রান্ত রোগী৷ বেসরকারি সংস্থার ল্যাবের করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে থানায় রোগীর হাজিরা ঘিরে হুলুস্থূল টালিগঞ্জে৷ রোগীকে বসিয়ে অ্যাম্বুল্যান্স ডাকে ভর্তির ব্যবস্থা পুলিশের৷
করোনা আক্রান্ত রোগী রিপোর্ট নিয়ে কেন হাসপাতালে যাওয়ার পরিবর্তে হঠাৎ থানায় ঢুকতে গেলেন? জানা গিয়েছে, আজ দুপুরে হঠাৎ করোনা আক্রান্ত রোগী তাঁর নিজের পজেটিভ রিপোর্ট নিয়ে থানার মধ্যে সটান হাজির হয়ে যান৷ করোন আক্রান্ত রোগী রিপোর্ট পজিটিভ দেখে স্তম্ভিত হয়ে যান পুলিশকর্মীরা৷ মুহূর্তেই থানাজুড়ে পড়ে যায় হুলুস্থুল৷
পুলিশ সূত্রে খবর, এই দুপুরে করোনা আক্রান্ত রোগী থানার মধ্যে ঢুকিয়ে পুলিশকর্মীদের বলেন, তিনি করোনা আক্রান্ত৷ আক্রান্ত রোগীর কথা শপনে চমকে ওঠেন কর্তব্যরত পুলিশকর্মীরা৷ মুহূর্তেই থানা চত্বরে শুরু হয়েছে আতঙ্ক৷ পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে আলাদা একটি ঘরের মধ্যে রাখা হয়৷ মুহূর্তেই ডেকে আনা হয় অ্যাম্বুল্যান্স৷ অ্যাম্বুল্যান্স করে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে পুলিশ৷
কিন্তু হঠাৎ কেন তিনি থানায় হাজির হলেন? জানা গিয়েছে, গতকাল রাতে ওই রোগী করোনা আক্রান্ত হওয়ার খবর পান৷ এরপরে তিনি কী করবেন, কোথায় যাবেন, তা বুঝে উঠতে পারছিলেন না৷ আর সেই কারণে তিনি থানায় হাজির হন বলে জানা গিয়েছে৷ ওই রোগীকে রাজারহাটে পাঠানোর পর থানা চত্বর জীবাণুমুক্ত করা কাজ শুরু হয়েছে৷