করোনায় আক্রান্ত কুলতলির BDO! ঘুম উড়েছে গ্রামবাসীদের

করোনায় আক্রান্ত কুলতলির BDO! ঘুম উড়েছে গ্রামবাসীদের

বারুইপুর: এবার করোনায় আক্রান্ত হলেন কুলতলির বিডিও। একদিন আগেই আমফানে ক্ষতিগ্রস্তদের ফর্ম জমা দেওয়া নিয়ে বিডিও অফিসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পদপিষ্ট হন কয়েকজন। সেই বিডিও করোনা আক্রান্ত হওয়ার পরেই ঘুম উড়েছে গ্রামবাসীদের৷ বাংলার প্রথমশ্রেণির একটি সংবাদপত্রের ওয়েবসাইটে এমনই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷

খবরে প্রকাশ, কুতলির বিডিওয়ের বৃহস্পতিবার রাতে করোনার রিপোর্ট আসে৷ সেখানে করোনার রিপোর্ট পজিটিভ মিলেছে বলে দাবি৷ বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে খবর৷ শুক্রবার সকালে বিডিওকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুই সাংবাদিককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবর৷ যদিও, সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশিত হয়নি৷

বৃহস্পতিবার রাতে গ্রামবাসীদের কাছে খবর চলে যায়, বিডিও করোনায় আক্রান্ত হয়েছেন! এরপরেই তাঁরা করোনা সংক্রমণের আতঙ্কে রয়েছেন৷ বৃহস্পতিবার আমফানের ক্ষতিপূরণের ফর্ম জমা নেওয়ার কথা ছিল বিডিও অফিসে৷ প্রবল রোদে ও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েন৷  সবাই আগে ফর্ম জমা দিতে চান৷ লেগে যায় হুড়োহুড়ি৷ ভিড়ের চাপে মাটিতে পড়ে যান কয়েকজন মহিলা৷ তাঁদের উপর দিয়ে চলে যান আরও অনেকে৷ চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়৷ পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *