পর্যটন শিল্পের চিন্তা, খরচের কথা মাথায় রেখে কোভিড বিধি শিথিলের উদ্যোগ

পর্যটন শিল্পের চিন্তা, খরচের কথা মাথায় রেখে কোভিড বিধি শিথিলের উদ্যোগ

কলকাতা: কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোনও ক্ষতি না করে সেই বিষয়টি মাথায় রাখার জন্যে রাজ্য সরকার বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। দীর্ঘ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ পর্যটন শিল্পে কোভিড বিধির কড়াকড়ি কিছুটা শিথিল করার নির্দেশ দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসকদের চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

 

এই চিঠিতে খরচের কথা মাথায় রেখে পর্যটকদের আরটিপিসিআর পরীক্ষার বদলে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাকে গুরূত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এইদিকে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ ও মৌসুনী দ্বীপে বেড়াতে যাওয়ার জন্যেও পর্যটকদের আবশ্যিক ভাবে কোভিড বিধি মানতে হবে বলে গতকাল সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পর্যটকদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিন নেওয়ার দুটি ডোজের শংসাপত্র থাকতে হবে বলে জানান হয়েছে। অন্যদিকে, ব্যাপক সমস্যার খবর সামনে এসেছে দিঘা থেকে। দীঘা প্রশাসন একাধিক শর্ত লাগু করেছে পর্যটকদের জন্য। মূলত তিনটি শর্ত দেওয়া হয়েছে যা পূরণ না করতে পারলে দীঘায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই কারণেই ইতিমধ্যেই শতাধিক পর্যটক হতাশ হয়ে দীঘা ঢুকতে না পেরে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে কেউই তিনটি শর্তের একটিও পূরণ করতে পারেননি। 

আরও পড়ুন- উপনির্বাচনের প্রস্তুতি? হঠাৎ শহরের কোভিড টিকাকেন্দ্র পরিদর্শনে মমতা

একমাত্র দুটি কোভিড ভ্যাকসিন পাওয়া পর্যটকরাই দীঘা, মন্দারমনি অথবা তাজপুরের মত সমুদ্রসৈকতে ঢুকতে পারবেন। দুটি ভ্যাকসিন দেওয়া থাকলেও ঘুরতে আসার ৪৮ ঘন্টার মধ্যে রাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। সেটা না হলেও rt-pcr পরীক্ষার নেগেটিভ রিপোর্ট রাখতে হবে তাদের সঙ্গে। এই তিনটি শর্তের একটিও পূরণ না হলে কাউকে সৈকত নগরীতে ঢুকতে দেওয়া যাবে না। আর ঠিক এই কারণেই শতাধিক পর্যটক এখন সমস্যার মুখে পড়েছেন। আবার কোভিড বিধি লঙ্ঘনের জন্য মন্দারমনিতে দুইজনকে গ্রেফতারও করে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *