কলকাতা: অনেক মাস ধরেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান হচ্ছিল। সম্প্রতি সরকারের ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি ঘোষণা হতেও সমালোচনা শুরু হয়। অনেকে আবার প্রশ্ন তোলে যে সব কিছুতে ছাড় দিলে কেন স্কুল-কলেজ খুলবে না। তবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বড় ঘোষণা করেছেন। স্কুল-কলেজ খোলার ব্যাপারে তো জানিয়েছেন, আবার নতুন বিধিনিষেধ লাগুর ব্যাপারেও অবগত করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ফেব্রুয়ারির মাঝামাঝি স্কুল খুলে দেওয়া হোক, বলল মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বোর্ড
এদিন মমতা জানান, সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত উপস্থিত থাকা যাবে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হচ্ছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাস্তার মিটিং-মিছিলে তিনি কোনও ছাড় দেননি। সেটা আগের মতো ২০০ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বলেই ঘোষণা করেছেন তিনি। এছাড়াও রাত্রীকালীন কার্ফু শিথিল করে রাত ১১ টা থেকে করা হয়েছে বলে জানিয়ে দেন মমতা। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত। আগামীকাল থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম থাকবে। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে আজ সবথেকে বড় ঘোষণাও তিনি করে দিয়েছেন। জানিয়েছেন, স্কুল-কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩ তারিখ থেকে খুলে যাবে রাজ্যে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ, বিশ্ববিদ্যালয় চালু হয়ে যাবে এই দিন থেকেই। পাশাপাশি তিনি জানান, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে পড়ানো হবে। তবে এখনই প্রাইমারি ক্লাস গুলি খোলা হবে না বলেই স্পষ্ট করেন তিনি। তবে স্কুল-কলেজ খুললেও তা কোভিড বিধি মেনে হবে বলেই আরও একবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।