রয়েছে ওমিক্রন আতঙ্ক, বাংলায় বাড়ল বিধিনিষেধের মেয়াদ

রয়েছে ওমিক্রন আতঙ্ক, বাংলায় বাড়ল বিধিনিষেধের মেয়াদ

3e76e6ab3e85cddf1ac0b5dbf2de93fa

কলকাতা: কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে এখনো পর্যন্ত ভারতে করোনাভাইরাস নতুন প্রজাতির খোঁজ মেলেনি। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না প্রশাসন। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার করোনাভাইরাস বিধি-নিষেধ বাড়িয়ে দিলো আরো বেশ কয়েক দিন। জানিয়েছে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং একই সঙ্গে জারি থাকবে নাইট কার্ফু। ভাইরাসের নতুন প্রজাতি আতঙ্ক ছড়িয়ে রেখেছে দেশে, তাই এই পদক্ষেপ কার্যত প্রত্যাশিত ছিল।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারি নির্দেশিকা জারি করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকছে করোনাভাইরাস বিধিনিষেধ এবং রাত ১১ টা থেকে ৫ টা পর্যন্ত বহাল থাকবে নাইট কার্ফু। এমনিতেই এই আতঙ্কের মাঝে তুলনামূলকভাবে গতকাল বৃদ্ধি পেয়েছে রাজ্যের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনো পর্যন্ত কলকাতা এবং উত্তর ২৪ পরগনা সংক্রমণের শীর্ষে রয়েছে। কারণ কলকাতায় গতকাল আক্রান্তের সংখ্যা ১৯২ এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১৩৭ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৬ হাজার ০৮৩ জন।

যদিও গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতে এখনো পর্যন্ত ওমিক্রনের খোঁজ মেলেনি। যদিও বিধি নিষেধ আগের মতই জারি থাকবে আগামী কয়েক সপ্তাহ বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস বিধিনিষেধের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সকলকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়ম মেনে চলতে এবং সচেতন থাকতে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডবীয় জানিয়ে দিয়েছেন, ভারতে এখনো পর্যন্ত এই নতুন প্রজাতির খোঁজ মেলেনি কিন্তু সব রকমের সর্তকতা অবলম্বন করা হচ্ছে যাতে পরে পরিস্থিতি জটিল না হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *