পজিটিভ হওয়া সত্ত্বেও ভোটের ডিউটিতে আশাকর্মী! বিস্ফোরক অভিযোগ ঐক্য মঞ্চের

পজিটিভ হওয়া সত্ত্বেও ভোটের ডিউটিতে আশাকর্মী! বিস্ফোরক অভিযোগ ঐক্য মঞ্চের

ce850752cd9507f6b25e8323ce2881fd

কলকাতা: এক আশা কর্মী করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও জেনেশুনে তাঁকে আজ ভোটকেন্দ্রে ডিউটিতে যেতে বাধ্য করা হয়েছে! এমনই বিস্ফোরক অভিযোগ করছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে।

শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীর প্রশ্ন, ‘‘জীবনের চেয়েও কি ভোটের ডিউটি এতটাই জরুরি? এতটা দায়িত্বজ্ঞানহীন এবং নির্মম হতে পারে নির্বাচন কমিশনের আধিকারিকরা?’’ স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রচণ্ড ক্ষোভ বেড়েছে এবং বেড়েছে আতঙ্কও। জানা গিয়েছে, ওই আশাকর্মীর বাড়ি মালদা শহরে৷ নাম ভারতী পাল৷ তিনি পুরাতন মালদা ব্লকে কর্মরত৷ জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তিনি গত ২৪ এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান৷ ২৬ এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে৷ মালদা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে ওই আশা কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে৷ গোটা বিষয়টি কমিশনকে জানিয়ে কিংকরবাবু বলেন, ‘‘আমরা নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানালাম৷ দ্রুত ওই কেন্দ্র থেকে আশা কর্মীকে সরিয়ে তাঁর যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *