কলকাতা: করোনা হয়েছে। তাই বাড়িই ফিরলেন না এক যুবক। তিনি উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের সদস্যরা সংক্রামিত হবেন এই আশঙ্কায় কোভিড পজিটিভ পরীক্ষা করে বাড়ি ফেরেননি তিনি। তাঁকে ইএম বাইপাসের বিপরীতে একটি মেট্রোর স্তম্ভের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার তিন দিন পর খুঁজে পাওয়া গিয়েছে ওই ব্যক্তিকে।
আরও পড়ুন: JEE মেইন পরীক্ষার ফল প্রকাশ, ১০০% নম্বর পেলেন রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী
শুক্রবার বিধাননগরের বিধায়ক ও ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বোসুর সঙ্গে যোগাযোগ করেন এই ব্যক্তির পরিবারের সদস্যরা। তাঁরা জানান যে ওই ব্যক্তি গত কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ। তিনি ইএম বাইপাসের বাইরে বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছাকাছি থাকতে পারেন। সেই মতো শুরু হয় অনুসন্ধান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ব্যক্তি সল্টলেকে পার্কিং এজেন্ট হিসাবে কাজ করেন। তাঁরা এও বলেন তিনি গত ৮ সেপ্টেম্বর বিধাননগর মহকুমা হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন এবং পরীক্ষার ফল পজিটিভ আসে। তার পরে তিনি তাঁর পরিবারের সদস্যরা সংক্রামিত হওয়ার আশঙ্কায় বাড়ি ফিরে আসেননি।
আরও পড়ুন: দাবি না মানলে এমার্জেন্সি পরিষেবা দেব না! আন্দোলনে ওসমানিয়া হাসপাতালের চিকিৎসকরা
সুজিত বসু জানান, “এই ব্যক্তির পরিবারের সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি অবিলম্বে বিধাননগর ওয়ার্ডের ৩৮ নম্বর কাউন্সিলর নির্মল দত্তকে বিষয়টি খতিয়ে দেখতে বলি যাতে ওই ব্যক্তির সন্ধান করা যায়।” কাউন্সিলর নির্মল দত্ত পরে পুলিশ ও এই ব্যক্তির পরিবারের সদস্যরা যাঁরা এসেছিলেন তাঁরা নির্দিষ্ট অঞ্চলে তল্লাশি শুরু করেন। তল্লাশি করতে গিয়ে দেখেন যে দত্তাবাদের একটি মেট্রো স্তম্ভের পাশে লোকটি ঘোরাফেরা করছেন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টারে একটি অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়।