কলকাতা: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। এমতাবস্থায় আজ গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমের কাছে করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিব জানান, কলকাতা ও শহরতলিতে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় কনটেনমেন্ট জোন বা মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করার পরিকল্পনা করা যায় কিনা, সেই বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে৷
আরও পড়ুন- করোনার দাপটে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক উড়ান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আন্তর্জাতিক বিমানে আসা যাত্রীদের থেকে ওমিক্রন সংক্রমণ ছড়াচ্ছে। এ ক্ষেত্রে কোভিড বিধিতে কোনও বদল আনা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে৷ বিমানবন্দরে যাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে, তাঁরা সংক্রমণ নিয়েই বাড়ি চলে যাচ্ছে কি না, সে দিকেও নজর রাখতে হবে৷ তিনি বলেন, কলকাতায় যদি কিছু ওয়ার্ড কনটেনমেন্ট জোন করতে হয়, তাহলে ৩ জানুয়ারি থেকে তা করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, পয়ালা জানুয়ারি ও ২ তারিখ অনেকেরই বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে৷ ফলে ১ ও ২ তারিখ বাদ দিয়ে ৩ তারিখ থেকে বিধিনিষেধ জারি করা হবে৷ এর জন্য ফের রিভিউ মিটিং করা হবে৷ সতর্কতামূলক ব্যবস্থা করা হবে৷ মাইক্রো কনটেনমেন্ট জোনের বিষয়টিও পর্যালোচনা করে দেখতে হবে৷
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় লোকাল ট্রেন চলার অনুমতি দেয় রাজ্য। এ দিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি খতিয়ে দেখে লোকাল ট্রেনের সংখ্যা কিছুটা কমানো যেতে পারে। পাশাপাশি, প্রয়োজনে অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে৷ ওয়ার্ক ফ্রম হোমও করা হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী৷