কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল বিগত কিছুদিন ধরেই। গত ২৪ ঘণ্টায় সেই ধারা অব্যাহত রয়েছে বাংলায়। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা কমে ৪০-র কাছে। তবে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
আরও পড়ুন: ‘মাঙ্কিপক্স’ এল কোথা থেকে? গবেষণা নাকি কোভিড ভ্যাকসিন, তরজা তুঙ্গে
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৫৪৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৪ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ৯৬১ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৮৭ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৩৩ হাজার ৪০৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে আশঙ্কা করা হচ্ছে যে চলতি মাসেই নাকি আসতে পারে করোনা ভাইরাস চতুর্থ ঢেউ। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে কোভিড সংক্রমণ একটু হলেও বেড়েছে। মূলত দিল্লি, কেরল, মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করা হয়েছে সম্প্রতি। এদের মধ্যে আছে তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ুও। নমুনা পরীক্ষার ক্ষেত্রে ফের বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।