শূন্য ভাঁড়ার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কোভ্যাক্সিন কেন্দ্র

শূন্য ভাঁড়ার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কোভ্যাক্সিন কেন্দ্র

কলকাতা:  প্রথম থেকেই টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রয়েছে৷ প্রয়োজনের চেয়ে কম টিকা দেওয়া হয়েছে বলে বারবার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার মাঝেও চলছিল রাজ্যের টিকাকরণ৷ তবে কেন্দ্র কোভ্যাক্সিন না পাঠানোয় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় টিকা দেওয়া বন্ধ করল পুরসভা৷ কোভিশিল্ডের ভাঁড়ারও তলানিতে ঠেকেছে৷ তবে ১০৫টি হেলথ সেন্টার ও ১৭টি মেগাসেন্টার থেকে কোভিশিল্ড বন্টন করা হবে৷ 

আরও পড়ুন- আজব আজব কারণে ‘রূপশ্রী’ প্রকল্পে নাম লেখানোর হিড়িক! তালিকায় বিবাহিতরাও

রবিবার রাতেই পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী জানিয়ে দেন, “কেন্দ্রীয় সরকার পর্যান্ত পরিমাণে কোভ্যাক্সিন পাঠাচ্ছে না৷ সে কারণেই শহরের ৩৯টি ভ্যাকসিন সেন্টার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন টিকা বন্ধ থাকছে। জোগান আসার পরেই নতুন কর টিকা দেওয়া সম্ভব হবে।” কোভিড থেকে বাঁচতে বারবার টিকাকরণের উপর জোড়ে দেওয়া হচ্ছে৷ এই অবস্থায় কলকাতা পুরসভা সমস্ত কোভ্যা‌ক্সিন সেন্টারে বন্ধ হল টিকারকরণ। যার জেরে বিপাকে পড়বেন বহু মানুষ৷ সোমবারের মধ্যে কোভিশিল্ডও যদি এসে না পৌঁছয় তাহলে,  মঙ্গলবার থেকে এই টিকার কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যাবে৷ 

ইতিমধ্যে প্রায় ৫০ লাখ টিকাকরণ সম্পূর্ণ করেছে কলকাতা পুরসভা। কিন্তু ফের সংক্রমণের হারও বাড়তে শুরু করেছে। যার ফলে উদ্বেগও বাড়ছে৷ টেস্টিংয়ের হার বাড়ানো হয়েছে৷ পাশাপাশি মাস্ক পরার উপর অধিক জোড় দেওয়া হচ্ছে৷ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রুখতে টিকাকরণই একমাত্র অস্ত্র। টিকাকরণ বন্ধ হওয়ায় ভাবাচ্ছে পুরসভাকে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fourteen =