২১ জুলাই নিয়ে রাজ্যের থেকে তথ্য চাইল আদালত, বিজেপির সভা নিয়ে ধন্দ

২১ জুলাই নিয়ে রাজ্যের থেকে তথ্য চাইল আদালত, বিজেপির সভা নিয়ে ধন্দ

কলকাতা: ২১ জুলাই বিজেপি একটি রাজনৈতিক সভা করতে চেয়েছে এবং তার জন্যই উলুবেড়িয়া সাব ডিভিশন এলাকায় পুলিশের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদের অনুমতি দেয়নি এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু আদালতও তাদের প্রশ্ন করে কেন ওই দিনই তাদের সভা করতে হবে। এই নিয়ে বিজেপির সভা আদৌ ওইদিন হবে কিনা সে নিয়ে জল্পনা। এদিকে, হাইকোর্ট রাজ্য সরকারের কাছ থেকেও ২১ জুলাই সম্পর্কে তথ্য চেয়েছে।  

আরও পড়ুন- রাজ্যপালের আসনে বসতে আপত্তি নেই শিশিরের, পরোক্ষে নিজেই জানালেন সেকথা

এদিন কলকাতা হাইকোর্ট বিজেপির একুশে জুলাই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ে কত পুলিশ মোতায়ন করা হয়। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি আরও একবার বিজেপির আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়, কেন তারা একুশে জুলাইতেই এই অনুষ্ঠানটি তারা করতে চান। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার পরবর্তী শুনানি। আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপির কাছে প্রশ্ন তুলেছিলেন, কেন বেছে বেছে ২১ জুলাইয়ের দিনেই তারা এই সভা রাখল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের প্রচার অন্য দিন কি রাখা যেত না?

অন্যদিকে, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই অনুষ্ঠান যাতে ভার্চুয়ালি করা হয় সেই আবেদন করে আবার আদালতে মামলা হয়েছে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ হলে ৮ থেকে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে৷ পরিস্থিতি বিবেচনা করে প্রকাশ্যে ২১-এর সমাবেশ করা উচিত নয়। বদলে ভার্চুয়ালি হোক ২১ জুলাই পালন৷ এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =