‘দুয়ারে রেশন’ প্রকল্পে হাইকোর্টে স্বস্তিতে রাজ্য, ডিলারদের আবেদন ফেরাল আদালত

‘দুয়ারে রেশন’ প্রকল্পে হাইকোর্টে স্বস্তিতে রাজ্য, ডিলারদের আবেদন ফেরাল আদালত

কলকাতা: দুয়ারের রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তিতে রাজ্য৷ ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে বকেয়া টাকা কবে মিলবে? জানিয়ে দিলেন মুখ্যসচিব

প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতে এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবেন৷ সেই মতো গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় রাজ্য সরকারের এই পাইলট প্রজেক্ট৷ কিন্তু প্রথম থেকেই দুয়ারে রেশন নিয়ে মামলা মোকদ্দমা শুরু হয়েছে৷ এমতাবস্থায় দুয়ারের রেশন প্রকল্পের স্থায়ীকরণের জন্য রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত রেশন ডিলার মানুষের বাড়িতে সরকারের নির্দেশ মতো রেশন পৌঁছে দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান কয়েকজন রেশন ডিলার। তাঁদের দাবি, রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ জারি করুক উচ্চ আদালত।

আরও পড়ুন- উপনির্বাচন শেষ হতে না হতেই পুরভোট? প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান,  সিঙ্গেল বেঞ্চ রেশন ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিল। আবেদনকারীরা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েঅ ডিভিশন বেঞ্চে আবেদন করেন। বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বিষয়টি বিচারের জন্য নির্দেশ দিয়েছে। এমতাবস্থায় এই মামলা অবকাশকালীন বেঞ্চে গ্রহণযোগ্য হতে পারে না। এদিন, বিচারপতি শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের বলেন, এই আবেদনের কোনও যৌক্তিকতা নেই। আগে রাজ্য সরকার আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, তারপর আপনারা আদালতে আবেদন জানাবেন। আদালত ভবিষ্যতের কোনও সম্ভাবনার উপরে নির্ভর করে নির্দেশ জারি করতে পারে না। এর পরেই ডিভিশন বেঞ্চ তাঁদের আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, নিয়মমতো রেগুলার ডিভিশন বেঞ্চেই বিচারাধীন মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =