কলকাতা: এক বছরের ওপর হয়ে গিয়েছে তিনি জেলবন্দি। নিয়োগ কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চটোপাধায় এর মধ্যে বারংবার জামিনের আবেদন জানিয়েছেন। কিন্তু প্রতিবারই লাভ পাননি। তাঁর সব আর্জি খারিজ হয়েছে। এবারও তাই হল। কিন্তু এদিন আদালত আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। জানানো হয়েছে, কোর্ট বিশেষ সুবিধা কাউকে দেবে না।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু এদিন আদালত সেই আর্জি খারিজ করে দিয়েই জানিয়েছে, কারও জন্য আদালতে বিশেষ কোনও সুবিধা দেওয়া হবে না। যে তারিখ নির্ধারিত রয়েছে, সেই তারিখেই শুনানি হবে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর। এদিন অবশ্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনও করেন তাঁর আইনজীবী। আপাতত সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি আদালত।
উল্লেখ্য, শুক্রবার আদালতে হাজির করানো হয় নিয়োগ দু্র্নীতিকাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। ভার্চুয়ালি শুনানিতে হাজির করানো হয় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। সুবীরেশের আইনজীবী তাঁর বিশেষ রোগের কথা উল্লেখ করেন। জানান, মিনিয়ার রোগে ভুগছেন তাঁর মক্কেল। কানে সব সময় একটা ভোঁ ভোঁ শব্দ হয়। ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। সাধারণ হাসপাতালে এর পরীক্ষা হয় না। তাই জামিন জরুরি।