কলকাতা: দুই মহিলা সিপিএম সমর্থককে গণধর্ষণে অভিযুক্তরা আইনের শাসনকে থোড়াই পরোয়া করে হতভাগ্যদের লাগাতার হুমকি দিয়ে চলেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিসি রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট বুধবার ফের পুলিসের রিপোর্ট তলব করল। হাওড়ার আমতা থানা এলাকার ওই দুই মহিলাকে উপযুক্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিলেন বিচারপতি দেবাংশু বসাক।
২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর রাত সাড়ে দশটা নাগাদ রাজ্যের শাসকদলের একদল নেতা ও সমর্থক ক্ষতিগ্রস্তদের বাড়ি চড়াও হয়। পঞ্চায়েত ভোটে ওই এলাকায় শাসকদলের পরাজয় ও তার জেরে মুক্তিরচক নামের ওই গ্রাম ও সংলগ্ন এলাকা পুরুষশূন্য হয়ে পড়ার পর ২৭ এবং ৪৩ বছরের ওই দুই মহিলা গণধর্ষিতা হন। এমন অভিযোগের জেরে প্রাথমিকভাবে সাত জন ধরা পড়লেও বাকিরা পলাতক ছিল।