খারিজ আবেদন, কয়লা-কাণ্ডে রুজিরাকে সশরীরে হাজিরা দিতেই হবে, নির্দেশ আদালতের

খারিজ আবেদন, কয়লা-কাণ্ডে রুজিরাকে সশরীরে হাজিরা দিতেই হবে, নির্দেশ আদালতের

কলকাতা: কয়লাকাণ্ডে ১২ অক্টোবর সশরীরে হাজিরা দিতেই হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷ স্পষ্ট জানিয়ে দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট৷ প্রসঙ্গত, আজই সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ তবে এদিন প্রথম দফায় শুনানির সময় ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছিলেন অভিষেক পত্নী৷ কারণ হিসাবে তিনি জানান, তাঁর দুটি ছোট সন্তান রয়েছে৷ এবং করোনা পরিস্থিতিতে কলকাতা ছেড়ে বেরনো তাঁর পক্ষে সম্ভব নয়৷ 

আরও পড়ুন- হাতেনাতে ভুয়ো ভোটার ধরলে প্রিয়াঙ্কা, খালসা স্কুলের বুথে চরম উত্তেজনা

আজ পাতিয়ালা হাউজ কোর্টে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের  আইনজীবীরা একটি পিটিশন ফাইল করেন৷ আবেদনপত্রে তাঁরা বলেন, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে যেন উপস্থিত থাকতে না হয়৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত৷ পাশাপাশি রুজুরার আইজীবীরা চেষ্টা করেছিলেন যাতে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তাঁর হাজিরায় অনুমতি দেওয়া হয়৷ কিন্তু ইডি-র আইনজীবীরা বলেন, কেন রুজিরাকে ছাড় দেওয়া হবে? এই আদলতই এর আগে বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল৷ রুজিরা সশরীরে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধেও যেন ওয়ারেন্ট জারি করা হয়৷ তাঁরা জানান, রুজিরা হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধেও যেন জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট ইস্যু করা হোক৷ এর পরেই বিচারক নির্দেশ দেন, ১২ অক্টোবর দুপুর ২টোর সময় রুজিরাকে সশরীরে আদালতে হাজিরা দিতেই হবে৷ ওই দিন আদালতে  রুজিরার বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করা হবে বলেও জানান সিবিআই আইনজীবী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + sixteen =