অনুমতি ছাড়া শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ রাখাল বেরাকে গ্রেফতার নয়! নির্দেশ আদালতের

অনুমতি ছাড়া শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ রাখাল বেরাকে গ্রেফতার নয়! নির্দেশ আদালতের

a5755794d15ca5069a7073e759f6adfb

কলকাতা: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরাকে আদালতের অনুমতি ছাড়া আর গ্রেফতার করা যাবে না। এমনই নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি শুভাশীষ দাস গুপ্তের ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ অগাস্ট। এদিকে, কেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পরেও রাখাল চন্দ্র বেরাকে নন্দকুমার থানার পুলিশ গ্রেফতার করলো, ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্য সরকার কেন জানালো না যে অন্য একটি মামলায় রাখাল চন্দ্র বেরাকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে আগামী ২৬ আগস্টের মধ্যে রাজ্য সরকারের হলফনামা তলব করেছে আদালত। 

এদিন মামলার শুরুতেই রাজ্য আদালতে জানায় যে, গতকাল রাখাল বেরাকে নন্দকুমার থানা যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেবার আবেদন নিম্ন আদালতে করেছে রাজ্য। অর্থাৎ গতকালের গ্রেপ্তারি যোগ্য অপরাধ নয় মেনে নিয়েছে রাজ্য। আদালতের নির্দেশ মেনে রাখালকে ছেড়ে দিয়েছে পুলিশ ।আগামী ২৬ আগস্ট পর্যন্ত রাখাল বেরাকে গ্রেপ্তার করতে পারা যাবে না, নির্দেশ হাইকোর্টের। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, গতকাল বলা হয়েছিল যে, ৪ টি অভিযোগ ছিল তমলুক থানায়। কিন্তু আজ জমা দেওয়া হচ্ছে নন্দকুমার থানার অভিযোগের ওয়ারেন্ট। কেন বার বার আদালতকে অন্ধকারে রাখা হচ্ছে, এই প্রশ্ন তোলেন তিনি। এর উত্তরে জানান হয়, কাকতালীয় ভাবে একটা ভুল বোঝাবুঝি থেকে নন্দকুমার থানা কাল তাকে অ্যারেস্ট করেছিল। আজ তিনি জামিনেই মুক্ত হয়েছেন। কোনো বড় অফিসার বা রাজনৈতিক কোনো অভিসন্ধি থেকে এটা হয়নি। এটা স্থানীয় থানার সিদ্ধান্ত ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *