কেন্দ্র দেখবে কে টাকা পেল, কে পেল না! আমফান নিয়ে জনস্বার্থ মামলায় বিচারপতি

আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বদলে টাকা পেয়েছেন অন্যরা।

কলকাতা: আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বদলে টাকা পেয়েছেন অন্যরা। কারা টাকা পেয়েছেন সেই তালিকা প্রকাশের আর্জি নিয়ে জনস্বার্থ মামলা করা হয়।সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, ‘আমফানে কারা টাকা পেলেন আর কাদের নাম বাদ গেল সেটা কি বিচারপতির দেখার দায়িত্ব?’ প্রধান বিচারপতি বলেন, আমফানের মতো দুর্যোগের জন্য কেন্দ্রীয় সরকারের নিজস্ব স্কিম আছে। জাতীয় বিপর্যয়ে Mahatma Gandhi National Rural development Act এর মাধ্যমে টাকা পায় রাজ্য। তাহলে কেন্দ্রের দেখা উচিৎ কে টাকা পেল আর কে পেল না। বিচারবিভাগ এবিষয় কি করতে পারে? মন্তব্য করেন প্রধান বিচারপতি। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। 

গত মে মাসে পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। সুন্দরবন সহ দক্ষিণ-পূর্ব বঙ্গের অধিকাংশ জেলা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হলেও বহু মানুষ এখনো পর্যন্ত ত্রাণ পাননি বলে অভিযোগ তুলেছেন। এই নিয়ে দুর্নীতির অভিযোগ তুলতে সময় নষ্ট করে নিয়ে ভারতীয় জনতা পার্টিও। বঙ্গ বিজেপি ব্রিগেডের অভিযোগ ছিল, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাণ দেওয়ার নাম করে বড় রকমের দুর্নীতি করেছে রাজ্য তৃণমূল সরকার। এই নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। সেই মামলার পর রাজ্য সরকারকে ৭ দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *