আবার সিবিআই-কে ভর্ৎসনা আদালতের, কুন্তলের চিঠি মামলায় অসন্তুষ্ট

আবার সিবিআই-কে ভর্ৎসনা আদালতের, কুন্তলের চিঠি মামলায় অসন্তুষ্ট

court

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বারংবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআইয়ের তদন্তের গতি। কলকাতা হাইকোর্ট তো বটেই, নিম্ন আদালতও অসন্তোষ প্রকাশ করেছে তাদের নিয়ে। এবার নিয়োগ সংক্রান্ত অন্য এক মামলাতেও আদালতের প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআই-কে ভর্ৎসনা করল আলিপুর বিশেষ আদালত। তবে এবার তাদের সঙ্গে ‘ধমক’ খেয়েছে কলকাতা পুলিশও। 

কুন্তলের চিঠি মামলায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু আপাতত তাদের যে তদন্ত প্রকৃতি এবং গতি তাতে আদালত সন্তুষ্ট নয়। আসলে কুন্তল ঘোষ ও তাঁর স্ত্রী-র বয়ান রেকর্ড করার পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সিবিআই ও ইডি আধিকারিকদেরও বয়ান রেকর্ডের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তাদের তদন্তের গতি খুশি করতে পারেনি বিচারককে। বয়ান রেকর্ডের পূর্ণাঙ্গ একটি রিপোর্ট ২১ তারিখের মধ্যে থার্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার কথা। কিন্তু তদন্তের ক্ষেত্রে অনেকাংশে একটা ঢিলেমো রয়েছে বলে পর্যবেক্ষণ করেছে আদালত। 

প্রসঙ্গত, নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পর কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন যে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে জোর দেওয়া হচ্ছে। এই নিয়ে তিনি কলকাতা পুলিশ এবং কলকাতা হাইকোর্টে চিঠি পর্যন্ত দেন। সেই নিয়ে বিস্তর তদন্ত এখনও চলছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =