court
কলকাতা: দাঁতে বেজায় ব্যথা৷ যন্ত্রণায় কাতরাচ্ছেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়৷ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানির সময় অসুস্থতার কথা জানান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবী৷ তিনি এজলাসে বলেন, ‘‘জেলে চিকিৎসা চলছে কিন্তু যন্ত্রণার উপশম পুরোপুরি হচ্ছে না।’’ এ কথা শোনার পরই জেল কর্তৃপক্ষের জবাব তলব করেন বিচারপতি। দিলেন বিশেষ নির্দেশও।
শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় মঙ্গলবার আদালতে ছিল ইডির মামলার শুনানি৷ গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। অর্পিতার দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হয় বহুমূল্যের সোনার গয়নাও। গ্রেফতার হওয়ার পর থেকে এখনও জেলবন্দিই রয়েছেন পার্থ-অর্পিতা। বারবার আবেদন করা সত্ত্বেও তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেনি কোনও আদালত। তবে শুনানি চলছে। মঙ্গলবারও তেমনই এক শুনানিতে ভার্চুয়ালি যোগ দেন পার্থ এবং অর্পিতা। সেখানে বিচারকের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত একটি কথোপকথনও হয়। কী কী কথা হয় তাঁদের মধ্যে?
বিচারক: আপনার কি কিছু বলার আছে?
অর্পিতা: আমি অসুস্থ। দাঁতে খুব ব্যথা৷ জেলে চিকিৎসা হচ্ছে ঠিকই। কিন্তু পুরোপুরি ব্যথার উপশম হচ্ছে না।
এর পরেই জেল কর্তৃপক্ষের কাথে অর্পিতার চিকিৎসা সম্পর্কে জানতে চান বিচারক৷ তিনি বলেন, ‘‘দরকার হলে উনি বাইরে গিয়ে চিকিৎসা করাবেন। জেল কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা করে দিতে হবে।’’ অর্পিতা জেলের বাইরে চিকিৎসা করার অনুমতি পেলেও তাঁর জামিন মঞ্জুর করেনি আদালত। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে৷ এবছরও পুজো কাটবে জেলের চার দেওয়ালেই৷