court
কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তিনি এই নিয়ে যে কতবার জামিনের আর্জি জানিয়েছেন তা হয়তো গুনে বলা যাবে না। কিন্তু এতদিনেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পাননি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আবেদন প্রতিবারই পত্রপাঠ খারিজ করেছে আদালত। বুধবারও একই কাজ করল। তবে এবার শুধু জামিনের আবেদন খারিজই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে করা হল জরিমানাও। আসলে তাঁর বারবার একই আবেদনে বিরক্ত হয়েছে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত।
২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর কেটে গিয়েছে ১ বছর। এখনও তিনি জেলবন্দি, জামিন মেলার কোনও লক্ষণ নেই তাঁর। এই অবস্থায় একাধিকবার তিনি আর্জি করেও কোনও লাভ পাননি। সম্প্রতি আবার তাঁর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কারণ এতদিনে তা রাজভবনের মঞ্জুরি পেয়েছে। তাই এখন যে তাঁর জামিন পাওয়া আরও দুষ্কর সেটাও স্পষ্ট। এই অবস্থায় শনিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আবারও জামিনের আবেদন করেন পার্থ। বার বার চার্জশিটও দেখতে চান তিনি। কিন্তু তাঁর আবেদন গ্রহণ না করে উলটে তাঁকে জরিমানা করেছে আদালত। ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, প্রথমে ইডি এবং তারপর সিবিআই, দুর্নীতি ইস্যুতে দুই এজেন্সিই গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর ধীরে ধীরে তদন্ত এগোনোর পর তৈরি হয় তাঁর বিরুদ্ধে চার্জশিট। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী নন, কিন্তু যখন গ্রেফতার হয়েছিলেন তখন তিনি মন্ত্রীই ছিলেন। তাই নিয়ম অনুসারে তাঁর চার্জশিটে রাজভবনের অনুমোদনের প্রয়োজন ছিল। কিন্তু এতদিনেও সিবিআই চার্জশিটে রাজ্যপালের অনুমোদন মিলছিল না। ফলে তা গ্রহণ করছিল না আদালত। বর্তমানে সেই সমস্যা নেই।