প্রাণহানির সংশয় নেই, দেবাঞ্জন দেবকে নিরাপত্তা দিল না আদালত

প্রাণহানির সংশয় নেই, দেবাঞ্জন দেবকে নিরাপত্তা দিল না আদালত

কলকাতা: কোভিডকালে ভুয়ো প্রতিষেধক শিবির চালানোর অভিযোগে দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। সম্প্রতি তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন৷ এদিন শুনানির সময় বিচারপতি বলেন, দেবাঞ্জন দেব নিশ্চয়ই প্রভাবশালী ছিলেন৷ সেই কারণেই তিনি ভ্যাকসিন ক্যাম্প বা এই সংক্রান্ত কর্মসূচি করতে পেরেছিলেন। এর অর্থ এই নয় যে, যাদের নামে অভিযোগ করছেন তাদের প্রত্যক্ষ মদতে তিনি এসব কাজ করছেন। 

বিচারপতি আরও বলেন, এখনও পর্যন্ত দেবাঞ্জন দেব যাঁদের নামে অভিযোগ করছেন তাঁদের বিরুদ্ধে এই অপরাধে যুক্ত থাকার পক্ষে কোন চূড়ান্ত তথ্য প্রমাণ মেলেনি।একজন অভিযুক্ত কীভাবে তদন্তকারী সংস্থার বদল চাইতে পারেন ? প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ আদালত জানায়, এই মুহুর্তে কোনও নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালত দেবে না। এই মুহূর্তে দেবাঞ্জন দেবের জীবন সংশয় নেই। এদিকে রাজ্যের বক্তব্য, তিনি জামিন পাওয়ার পর এসব ভিত্তিহীন অভিযোগ জানাতে শুরু করেছেন। মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, ভ্যাক্সিন কাণ্ডে অনেক প্রভাবশালীর নাম উঠে আসায় প্রাণহানির আশঙ্কা রয়েছে দেবাঞ্জনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *