কলকাতা: গঙ্গাসাগর মেলা নিয়ে জল্পনা এখনও বহাল থাকল কারণ কলকাতা হাইকোর্ট এই মামলার রায়দান স্থগিত রেখেছে। আদৌ মেলা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল কারণ এই মেলা বন্ধের আবেদন জানিয়ে মামলা হয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে এই মেলা বন্ধের আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে, কারণ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ এই মামলার শুনানি ছিল যেখানে রাজ্যের তরফে মেলা চালু রাখার পিছনে একাধিক যুক্তি দেওয়া হয়েছে। তবে শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।
গঙ্গাসাগর মেলার পক্ষেই সওয়াল করেছে রাজ্য। তারা এদিন জানিয়েছে, কলকাতা থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার করার পর তাঁদের অনুমতি দেওয়া হচ্ছে। সেফ হোম, হাসপাতাল, এবং রাপিড আন্টিজেন টেস্ট, আরটিপিসিআর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্যালাইনের ব্যবস্থা থাকছে, সামাজিক, স্বাস্থ্য বিধি অনুযায়ী পূর্নার্থীদের মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। রাজ্যের তরফে জানান হয়েছে, গঙ্গাসাগর মেলা আয়োজিত হবে সমস্ত কোভিডি বিধি মেনে। এদিকে, সাগরে এবং কলকাতায় ৯০ শতাংশ ভ্যাকসিন ডোজ হয়ে গেছে। আবার সাগর এলাকায় করোনা গ্রাফ নিম্নমুখী। তাছাড়া গঙ্গাসাগর মেলা দু কিলোমিটার পর্যন্ত হয় বলেও যুক্তি দেওয়া হয়েছে।
এদিকে, মামলাকারীর প্রশ্ন, শুধুমাত্র টলিউডের চারজন অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থগিত করেছে রাজ্য সরকার। তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে, সেটা নিয়ে রাজ্যের কোনও মাথাব্যথা নেই কেন? রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই প্রেক্ষিতে বলেন, পুণ্যার্থীদের জন্য অনলাইনে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। ই-স্নান ও ই-দর্শন করানোর ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ধরনের কোভিড মানা হচ্ছে।