ঘরে স্ত্রী-সন্তান রেখে পরকীয়ায় ধৃত যুগল

আগরতলা: পরকীয়ার টানে মধ্য বয়সি এক ব্যক্তি ও তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আমবাসায়। ঘটনার বিবরণে জানা গেছে, ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে মাঝবয়সি এক ব্যক্তির। তিনি আবার স্বামীহারা এক বিধবার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। জানা গেছে, তাদের মধ্যে প্রেমলীলা বেশ কয়েক মাস ধরে চলছিল। ব্যক্তিটির বাড়ি আগরতলার ভুবনবন এলাকায়। প্রতিনিয়ত ঘরে স্ত্রী ও

ঘরে স্ত্রী-সন্তান রেখে পরকীয়ায় ধৃত যুগল

আগরতলা: পরকীয়ার টানে মধ্য বয়সি এক ব্যক্তি ও তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আমবাসায়। ঘটনার বিবরণে জানা গেছে, ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে মাঝবয়সি এক ব্যক্তির। তিনি আবার স্বামীহারা এক বিধবার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।

জানা গেছে, তাদের মধ্যে প্রেমলীলা বেশ কয়েক মাস ধরে চলছিল। ব্যক্তিটির বাড়ি আগরতলার ভুবনবন এলাকায়। প্রতিনিয়ত ঘরে স্ত্রী ও সন্তান রেখে সন্ধ্যার ট্রেনে করে তিনি আমবাসায় চলে যেতেন। সেখানে গিয়ে ওই বিধবার সাথে তার বাড়িতেই সারা রাত ফুর্তি করতেন। বেশ কয়েকমাস এভাবে চলছিল। ঘটনাটি চোখে পড়ে এলাকাবাসীর। তক্কে-তক্কে ছিলেন তাঁরা। অবশেষে গতরাতে প্রেমিক যুগলকে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন এলাকাবাসী। খবর দেওয়া হয় আমবাসার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসার থানার পুলিশ। এর পর পুলিশ প্রেমিক-প্রেমিকাকে ধরে থানায় নিয়ে যায়। এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =