প্রধানমন্ত্রীর পদে ‘চৌকিদারে’র উপর ‘বিশ্বাস’ রাখছে দেশ: সমীক্ষা

কলকাতা: ফার্স্টপোস্ট ও নিউজ ১৮ বাংলার জনমত সমীক্ষায় নরেন্দ্র মোদির উপর ‘বিশ্বাস’ রাখলেন ২৩ রাজ্যের জনতা৷ শুক্রবার সন্ধ্যায় বাংলার জনপ্রিয় নিউজ চ্যানেলে সম্প্রচারিত সমীক্ষা রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রীর পদে মোদির উপর ‘বিশ্বাস’ রেখেছেন ৫২ শতাংশ ভোটার৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন৷ প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীর উপর ‘বিশ্বাস’ দেখিয়েছেন মাত্র ২৬ শতাংশ

2fac921e96468f49af52b7c81f2b50c2

প্রধানমন্ত্রীর পদে ‘চৌকিদারে’র উপর ‘বিশ্বাস’ রাখছে দেশ: সমীক্ষা

কলকাতা: ফার্স্টপোস্ট ও নিউজ ১৮ বাংলার জনমত সমীক্ষায় নরেন্দ্র মোদির উপর ‘বিশ্বাস’ রাখলেন ২৩ রাজ্যের জনতা৷ শুক্রবার সন্ধ্যায় বাংলার জনপ্রিয় নিউজ চ্যানেলে সম্প্রচারিত সমীক্ষা রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রীর পদে মোদির উপর ‘বিশ্বাস’ রেখেছেন ৫২ শতাংশ ভোটার৷

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন৷ প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীর উপর ‘বিশ্বাস’ দেখিয়েছেন মাত্র ২৬ শতাংশ মানুষ৷ তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৪ শতাংশ কম ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রধানমন্ত্রীর পদে ‘বিশ্বাস’ দেখিয়েছেন৷ সবশেষে উঠে উঠে এসেছেন মায়াবতী৷ ৩ শতাংশ কম ভোটার মায়ার উপর ‘বিশ্বাস’ দেখিয়েছেন৷

এদিনের এই জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রীর কাজ নিয়ে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়৷ প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রীর পারফরম্যান্স কেমন? তাতে খুব ভাল বলছেন, ১৯.৯ শতাংশ৷ ভাল বলেছেন, ৩৬ শতাংশ৷ মধ্যমানের বলেছেন, ২১.৪ শতাংশ৷ খারাপ বলেছেন ১৮.৭ শতাংশ৷ এই প্রশ্নে মন্তব্য করেননি ৪ শতাংশ ভোটার৷

মোট ২৩ রাজ্যের ৩৪,৪৭০ জন ভোটকে নিয়ে একটি সমীক্ষা করে ফার্স্টপোস্ট ও নিউজ ১৮ বাংলা৷ সেই সমীক্ষায় বেশ কিছু ইস্যুও তুলে আনা হয়৷ নির্বাচনে কোন কোন ইস্যু বিরোধীদের অস্ত্র হতে পারে, কোন কোন বিষয় আগামী লোকসভা নির্বাচনে প্রধান ইস্যু হতে পারে, তা নিয়েও জনমত সমীক্ষা সম্প্রচারিত করা হয়৷

অন্যদিকে, ইন্ডিয়া টুডে-কার্ভির ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা বলছে, বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ত্রিশঙ্কু লোকসভার সম্ভাবনাই প্রবল৷ অর্থাৎ, মোদি ঝড়ে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা কম৷ সমীক্ষা রিপোর্ট বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ভাগ্যে জুটতে পারে ২৩৭টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২-এর অনেক কম৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৬০টি আসন, আর অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৪০টি আসন৷

সমীক্ষা মিললে গতবারের তুলনায় ৯৯টি আসন কমবে এনডিএ-র। ইউপিএ-র আসন বাড়বে ১০৬টি এবং অন্যান্যদের আসন কমবে ১৩টি৷ ভোট শতাংশের ভিত্তিতে এনডিএ ৩৫ শতাংশ এবং ইউপিএ ৩৩ শতাংশ ভোট পেলেও ২০১৪-এর তুলনায় এনডিএ-র ভোট শতাংশ কমার পূর্বাভাস৷ সমীক্ষা মিলল, এনডিএ-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা থাকছে ঠিকই, কিন্তু সেটা অন্যান্য আঞ্চলিক দলের সাহায্যে৷ আর সেক্ষেত্রে নরেন্দ্র মোদী বাদে অন্য কাউকে প্রধানমন্ত্রী করার দাবি উঠতেই পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *