কলকাতা: প্রাচীন অরণ্য প্রবাদ বলে, সকালের সূর্যই বলে দেয় দিনটা কেমন যাবে৷ সেটা যে সব সময় অভ্রান্ত প্রমাণিত হয়, তা নয়৷ আর ভোটের ফলাফলের ক্ষেত্রে তো আরওই নয়৷ তবু যদি প্রবণতাকে মান্যতা দিতে হয়, তা হলে ২০২১-এর বিধানসভা যুদ্ধের প্রাথমিক ফলাফল বলছে, খেলাটা খারাপ শুরু করেনি তৃণমূল কংগ্রেস৷ ২৮৬ আসনে প্রথম রাউন্ডের গণনার শেষে তৃণমূল এগিয়ে প্রায় ১৬৫ আসনে৷ সেখানে বিজেপি গোড়া থেকে ঘাড়ে নিঃশ্বাস ফেললেও, পরে কিছুটা পিছিয়ে পড়ে ১১৫ আসনে এগিয়ে রয়েছে৷ সংযুক্ত মোর্চা এগিয়ে মাত্র ৬টি আসনে৷ প্রথম রাউন্ডের লড়াইয়ে তিনি নিজে নন্দীগ্রাম আসনে পিছিয়ে থাকলেও, সার্বিক পরিসংখ্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যথেষ্টই স্বস্তিদায়ক৷
একে তো ৪৯ শতাংশ ভোট নিয়ে তৃণমূল প্রথম থেকেই এগিয়ে রয়েছে, তার ওপর প্রথম রাউন্ডে যেখানে মূলত পোস্টাল ব্যালট গোনা হয়, সেখানেও রাজ্যের শাসক দলের এগিয়ে থাকা বেশ তাৎপর্যপূর্ণ৷ পোস্টাল ব্যালটে ভোট দেন সরকারি কর্মীরা৷ আশা করা গিয়েছিল, সপ্তম বেতন কমিশনের টোপ বিজেপিকে অনেকটাই লিড দেবে পোস্টাল ব্যালটে৷ কিন্তু তা তো হয়ইনি, বরং এগিয়ে তৃণমূলই৷ ২০১৯-এর লোকসভা ভোটে পোস্টাল ব্যালটে বাংলার ৪২টি আসনের মধ্যে ৪১টিতেই পিছিয়ে ছিল তৃণমূল৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই অগ্রগমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট৷ আর একটা বিষয়, এবারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারাও৷ সেই জনমতের সিংহভাগও তাদের পক্ষে যাওয়া তৃণমূলের জন্য বেশ আশাব্যঞ্জক। এখন দেখার, সকালের সূর্যই দিনের ছবিটা তুলে ধরে কি না।